Logo
×

Follow Us

বলিউড

বাহুবলীর রেকর্ড ভেঙে দিলো ‘আরআরআর’

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ মার্চ ২০২২, ১১:২২

বাহুবলীর রেকর্ড ভেঙে দিলো ‘আরআরআর’

আরআরআর ছবির পোস্টার

প্রথম দিনেই সব ভারতীয় ছবির রেকর্ড ভেঙে চুরমার করে দিল ‘রাইজ রোর রিভোল্ট বা আরআরআর’। বিশ্বব্যাপী ২২৩ কোটি রুপির ব্যবসা করেছে একদিনেই। 

সারা বিশ্বে ব্যবসার নিরিখে ২০১৭ সাল থেকে ভারতীয় চলচ্চিত্রে সেরার স্থান দখল করেছিল এসএস রাজামৌলীর ছবি ‘বাহুবলী ২’। ২০২২ সালে সেই জায়গা দখল করল একই পরিচালকের অন্য ছবি ‘আরআরআর’।


সারা বিশ্বের নিরিখে যে সংখ্যা ২২৩ কোটি রুপি, দেশে সেই লাভের অংক ১৫৬ কোটি রুপি।

বলিউড ইন্ডাস্ট্রির ছবি ১০ দিনেও যে অংকে পৌঁছতে পারে না, তেলুগু ছবিটি সে লাভের অংক ছুঁয়ে ফেলেছে একদিনে। যদিও এই ছবিটি একইোথে পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে। তেলুগু ছাড়া তামিল, কন্নড়, মালয়ালম, হিন্দি।


গত বৃহস্পতিবার (২৫ মার্চ) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রাম চরণ ও জুনিয়র এনটিআর অভিনীত ছবি। ছবিটিতে অভিনয় করেছেন আলিয়া ভাট, অজয় দেবগনও।

২৬ মার্চ চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ ছবিটির লাভের হিসেব তুলে ধরলেন টুইটারে। ছবির রাজ্য ভিত্তিক ব্যবসার হিসেব দিয়েছেন তিনি। তার মধ্য়ে, কর্নাটকে ১৪.৫ কোটি, তামিলনাড়ুতে ১০ কোটি, কেরালায় ৪ কোটি ও উত্তর ভারতে ২৫ কোটি রুপি লাভ হয়েছে ‘আরআরআর’-এর। দেশে সেই সংখ্যা মোট ১৫৬ কোটি রুপি। যুক্তরাষ্ট্রে ৪২ কোটি এবং অন্য দেশগুলোতে ২৫ কোটি রুপির ব্যবসা হয়েছে। সব মিলিয়ে এই অংকটি হলো ২২৩ কোটি রুপি।


ছবির গল্প তৈরি হয়েছে ১৯২০ সালে পরাধীন ভারতের প্রেক্ষাপটকে সামনে রেখে। দুই বন্ধু- দুজনেই একে অপরের জন্য মরতে পারে। একজন ব্রিটিশ পুলিশ বাহিনীতে কর্মরত, অপরজন দুর্দান্ত ফাইটার। কিন্তু, ছবি যত গড়ায় ততই দোস্ত আর দোস্ত থাকে না। ছবিতে রয়েছে একগুচ্ছ টুইস্ট। 

এনটিআর ও রামচরণকে একজায়গায় যে শুধু হাজির করেছেন তা নয়, তাদের এক গল্পে গেঁথে প্রতিটি সাধারণ দৃশ্যও অসাধারণ করে তুলেছেন রাজামৌলি। 


ইদানিংকালে, ‘মাশালা ছবি’ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন আম দর্শক! এই ধারনা নিয়ে বিস্তর তোলপাড় হয়। কিন্তু, সেই সিনে দুনিয়ার মিথ ভেঙে দিয়েছিল বাহুবলি। আরআরআর যেন সেই ভাঙনের খেলার পরের ইনস্টলমেন্ট।

আরআরআরের ট্রেইলার


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫