Logo
×

Follow Us

বলিউড

রূপা ও ব্রোঞ্জ পদক জিতলো শাহরুখ পুত্র আব্রাম

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২০, ১২:০২

রূপা ও ব্রোঞ্জ পদক জিতলো শাহরুখ পুত্র আব্রাম

বলিউড অভিনেতা শাহরুখ খানের পুত্র আব্রাম খান রূপা ও ব্রোঞ্জ পদক জিতেছে। ছেলের এমন সাফল্যে উচ্ছ্বসিত শাহরুখ। মেডেল, প্রশংসাপত্রসহ ছেলের ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন তিনি।

স্কুলে ‘স্পোর্টস মিট’ ছিলো। আর সেখানেই দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় আব্রাম। সোনা না জিতলেও আব্রাম ঘরে এনেছে রূপা ও ব্রোঞ্জ পদক। সেই ছবি শেয়ার করে বাবা শাহরুখ লিখেছেন- আমার ছোট্ট সোনা, রূপা আর ব্রোঞ্জ নিয়ে এসেছে আজ।


কিং খানের ওই পোস্টে এসেছে হাজার হাজার কমেন্ট ও লাইক। ছোট্ট আব্রামকে শুভেচ্ছা জানিয়েছেন ফ্যানরাও।

২০১৩ সালে সারোগেসির মাধ্যমে জন্ম হয় আব্রামের। আরিয়ান ও সুহানার জন্মের অনেক বছর পর তৃতীয় সন্তানের জন্য চেষ্টা করলে শাহরুখপত্নী গৌরী খানের শারীরিক সমস্যা দেখা দেয়। তখনই সারোগেসির সিদ্ধান্ত নেন গৌরী-শাহরুখ। জন্মের পর থেকেই ‘টক অব দ্য টাউন’ আব্রাম। বাবার সঙ্গে তার ‘কিউট ক্যানডিড মোমেন্ট’ মাঝে মাঝেই সোশ্যাল সাইটের ট্রেন্ডিং লিস্টে চলে আসে।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫