Logo
×

Follow Us

বলিউড

মেয়েকে সাজিয়ে তাক লাগিয়ে দিলেন আমির

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২২, ১২:৫১

মেয়েকে সাজিয়ে তাক লাগিয়ে দিলেন আমির

বাবা আমির খানের সাথে ইরা খান। ছবি : ইনস্টাগ্রাম

ছোটবেলায় অনেক বাবাই তার মেয়ের চুল বেঁধে দেন। কেউ কেউ সাজিয়েও দেন নিশ্চয়ই। সে সব কেমন হয়, মেয়ের পছন্দ হয় কি না, সে সব না হয় পরের কথা! 

কিন্তু যদি তরুণী কন্যার মেকআপ করে তাক লাগিয়ে দেন বাবা। আর মেয়ে একবাক্যে স্বীকার করেন, বাবা তার চেয়েও ঢের ভাল সাজিয়ে দিয়েছেন। ঠিক তেমনটাই ঘটল বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের সাথে।


মেকআপেও যেন তিনি কাজের মতোই নিখুঁত, সে সার্টিফিকেট দিলেন খোদ আমিরকন্যা ইরা খান।

ইনস্টাগ্রামে বাবার সাথে ছবি দিয়েছেন ইরা। খোলামেলা টপ, রিপড জিন্স, হাইলাইট করা চুল, মানানসই মেকআপে মেয়ে একেবারে ঝলমলে! আর ক্যাপশনেই ফাঁস কার হাতের ছোঁয়ায় এত ঝকঝকে হয়ে ওঠা। 


ইরা লিখেছেন, ‘কে আমায় সাজিয়ে দিয়েছে বলুন তো? বাবা যখন এসে দাবি করে, আমি তোমার চেয়েও সুন্দর করে তোমার মেকআপ করে দেব, আর সত্যিই তা ঘটিয়ে ফেলে! কোথায় লাগে ইউটিউব টিউটোরিয়াল!’

মিস্টার পারফেকশনিস্ট বলে কথা! এমনটা তো হওয়ারই ছিল।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫