Logo
×

Follow Us

বলিউড

আর্থিক প্রতারণার অভিযোগ অস্বীকার করলেন নওয়াজ পত্নী

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ জুলাই ২০২২, ১৯:২৩

আর্থিক প্রতারণার অভিযোগ অস্বীকার করলেন নওয়াজ পত্নী

নওয়াজউদ্দিন সিদ্দিকী ও আলিয়া সিদ্দিকী। ছবি- সংগৃহীত

জনপ্রিয় বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর স্ত্রী আলিয়া সিদ্দিকীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

মঞ্জু গেরওয়াল নামে এক নারীর অভিযোগ- সিনেমা বানানোর কথা বলে তার কাছ থেকে টাকা নিয়ে আর ফেরত দেননি আলিয়া। 

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মঞ্জুর দাবি, ‘হোলি কাউ’ নামে একটি সিনেমা প্রযোজনা করছেন আলিয়া। সেই ছবি বানানোর জন্য তাকে ৩১ লাখ রুপি দেন তিনি। কিন্তু সেই অর্থ পরবর্তী সময়ে আর ফেরত দেননি আলিয়া। এখানেই শেষ নয়, অর্থ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হওয়ায় এখন নাকি ক্রিয়েটিভ প্রোডিউসার হিসেবে মঞ্জুর নাম দিতে অস্বীকার করছেন নওয়াজউদ্দিনের স্ত্রী।

তবে তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন আলিয়া সিদ্দিকী। তিনি দাবি করেছেন, তারকা অভিনেতার স্ত্রী হওয়ায় তাকে ‘ব্ল্যাকমেইল’ করছেন মঞ্জু। সিনেমা মুক্তির আগে তার বদনাম করতে এ ধরনের কথা রটানো হচ্ছে।

এছাড়া মুম্বাইয়ের অম্বোলি থানায় আলিয়াকে ডেকে পাঠানো হয়। সেখানে তার আইনজীবী রিজওয়ান সিদ্দিকী জানান, তার মক্কেল সব অর্থ ফেরত দিয়েছেন। তাকে ফাঁসানোর জন্য অপবাদ দেওয়া হচ্ছে।

তবে মঞ্জু জানিয়েছেন, আলিয়ার বিরুদ্ধে যাবতীয় প্রমাণ নিয়ে আদালতের শরণাপন্ন হবেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫