Logo
×

Follow Us

বলিউড

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ঋষি কাপুর

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১০:১৬

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ঋষি কাপুর

বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর।

বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে তিনি নিজেই টুইটার পোস্টে সুস্থতার কথা জানান। শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, আমি গত ১৮ দিন ধরে দিল্লিতে সিনেমার কাজ করছিলাম। কিন্তু একদিকে দিল্লির বায়ুদূষণ, অপরদিকে আমার রক্তে নিউট্রোফিলের ঘাটতি, দুই মিলিয়ে অসুস্থ হয়ে পড়ি। ফলে হাসপাতালে ভর্তি হতে হয় আমাকে। আরেকটু হলেই আমার নিউমোনিয়া হয়ে যেত। তবে এসব এখন নিরাময় হয়েছে। অনেকে অনেক কিছু ভাবছে। তাই ব্যাপারটা পরিষ্কার করে বললাম। অনেক গল্প বাকি রয়েছে। আপনাদের ভালোবাসতে ও বিনোদন দিতে মুখিয়ে আছি। আমি এখন মুম্বাইয়ে।

শনিবার (১ ফেব্রুয়ারি) কাপুর পরিবারের আত্মীয় আরমান জৈনের মেহেন্দির অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানটিতে যোগ দেওয়ার কথা ছিল ঋষি কাপুর ও নীতুর। তবে সেখানে বলিউডের অনেক অভিনেতা-অভিনেত্রী উপস্থিত থাকলেও, ঋষি কাপুরের পরিবারের কেউ উপস্থিত থাকতে পারেনি। তখনই জানা যায়, বর্ষীয়ান এই অভিনেতা হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

২০১৮ সালের মাঝামাঝি সময়ে ক্যানসার ধরা পড়ে ঋষির। প্রায় এক বছর নিউ ইয়র্কে চিকিৎসাধীন ছিলেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫