Logo
×

Follow Us

বলিউড

বলিউডের সিনেমায় জয়া

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২২, ২০:৩৭

বলিউডের সিনেমায় জয়া

অভিনেত্রী জয়া আহসান। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে টলিউড দাপিয়ে বেড়াচ্ছেন জয়া আহসান। প্রথম বাংলাদেশি হিসেবে সেদেশের ‘ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড’ পেয়েছেন তিনি। 

জল্পনা ছিলো, বলিউডেও আলো ছড়াবেন জয়া। এবার সেটাই সত্যি হচ্ছে। কলকাতার বাংলা ছবির পর এবার হিন্দি ছবিতে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের। 

ছবির নাম ‘করক সিং’। এটি নির্মাণ করবেন অনিরুদ্ধ রায় চৌধুরী। এতে জয়ার সঙ্গে দেখা যাবে বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে। সিনেমাটির ব্যবস্থপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে এই খবর দিয়ে আনন্দবাজার পত্রিকা।  

ছবিতে জয়া-পঙ্কজ ত্রিপাঠি ছাড়াও অভিনয় করবেন ‘দিল বেচারা’ খ্যাত অভিনেত্রী সানজানা সাংভি। তাছাড়া, পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন অভিনয়শিল্পীকে দেখা যাবে এই ছবিতে।  

‘করক সিং’ ছবিটি মূলত আর্থিক কেলেঙ্কারির একটি ঘটনা নিয়ে, যার শুটিং হবে কলকাতা ও মুম্বাইতে।

অভিনেত্রী জয়া আহসান। ছবি: সংগৃহীত

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫