Logo
×

Follow Us

বলিউড

বিবাহবার্ষিকীতে একে অপরকে কি উপহার দিলেন ভিকি-ক্যাটরিনা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২২, ১৫:৪০

বিবাহবার্ষিকীতে একে অপরকে কি উপহার দিলেন ভিকি-ক্যাটরিনা

ভিকি কৌশল -ক্যাটরিনা কাইফ। ছবি: সংগৃহীত

বিবাহিত জীবনে একটি বছর পার করে ফেললেন বলিউডের তারকা দম্পতি ভিকি কৌশল -ক্যাটরিনা কাইফ। আজ শুক্রবার (৯ ডিসেম্বর) তাদের প্রথম বিবাহবার্ষিকী।

গত বছর এই দিনে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিশেষ দিনটি উদযাপন করতে পাহাড়ে বেড়াতে গিয়েছেন তারা।

সামাজিকমাধ্যমে ক্যাটরিনা নিজেই এ কথা জানিয়েছেন। স্ত্রীকে ক্যামেরাবন্দি করেছেন ভিকি। আর সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ক্যাটরিনা।

প্রথম বিবাহবার্ষিকীতে একে অপরকে কী উপহার দিলেন ভিকি ও ক্যাটরিনা তা নিয়ে এখন আলোচনা চলছে।

এদিকে জানা গেছে, প্রথম বিবাহবার্ষিকীতে একে অপরকে বিলাসবহুল উপহারে ভরিয়ে দিয়েছেন ভিকি- ক্যাটরিনা। 

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, প্রথম বিবাহবার্ষিকীতে একে অপরকে বিলাসবহুল উপহার দিয়েছেন দুই তারকা। শোনা যাচ্ছে, স্ত্রীকে অনেক দামের গয়না উপহার দিয়েছেন ভিকি। আর স্বামীকে বিলাসবহুল একটি গাড়ি উপহার দিয়েছেন ক্যাটরিনা।

উল্লেখ্য, দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর ২০২১ সালের ৯ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ভারতের রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে বসেছিল তাদের বিয়ের আসর। চূড়ান্ত গোপনীয়তা এবং নিরাপত্তার মধ্যে বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫