Logo
×

Follow Us

বিনোদন

প্রিয়াঙ্কার ‘উই ক্যান বি হিরোজ’-এর ফার্স্ট লুক

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২০, ১২:৩০

প্রিয়াঙ্কার ‘উই ক্যান বি হিরোজ’-এর ফার্স্ট লুক

সরকারি নিষেধাজ্ঞা স্ট্রিমিং চ্যানেলের উপরে কতটা কার্যকর হবে সেসব তর্কের মাঝেই ভারতীয় দর্শকের জন্য নতুন শো আনছে নেটফ্লিক্স। একঝাঁক আন্তর্জাতিক তারকার সাথে প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ছবি ‘উই ক্যান বি হিরোজ’-এর ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে গত শুক্রবার। 

প্রিয়াঙ্কাকে একদম নতুন অবতারে দেখা যাচ্ছে। যদিও এটি আন্তর্জাতিক প্রজেক্ট, কিন্তু প্রিয়াঙ্কা থাকার সুবাদে তার ভারতীয় ভক্তরা উত্তেজিত।

ছবিটিতে সাদা শার্ট, লেদার স্কার্ট আর বব কাট চুলের প্রিয়াঙ্কাকে পাওয়া গেছে। ছবির ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, পৃথিবীর সুপারহিরোদের রক্ষার দায়িত্ব এবার তাদের সন্তানদের।

‘উই ক্যান বি হিরোজ’-এর পরিচালক রবার্ট রদ্রিগেজ। এতে আরো অভিনয় করেছেন পেড্রো পাসকাল, ক্রিশ্চিয়ান স্ল্যাটার প্রমুখ। ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পাবে নতুন বছরের প্রথম দিনে, ২০২১ সালের ১ জানুয়ারি। 


এদিকে হলিউড ছবি ‘ম্যাট্রিক্স ৪’-এর শুটিংয়ে ব্যস্ত থাকলেও প্রিয়াঙ্কা ভারতীয় ছবির খোঁজখবরও রাখছেন। শুধু তা-ই নয়, দিন দুই আগে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘লুডু’র রিভিউও করেছেন। ছবিটির পরিচালক অনুরাগ বসুর সাথে আগে ‘বরফি’তে কাজ করেছেন প্রিয়াঙ্কা। 

অনুরাগের নতুন ছবি সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী লিখেছেন, আহ! ‘লুডু’ একটা খ্যাপাটে জার্নি...পুরোপুরি অনুরাগ বসুর ছোঁয়াময়। ছবিতে আমার অনেক বন্ধু কাজ করেছে...এক ছবিতে এত এত দারুণ প্রতিভার সমন্বয়। প্লিজ, ছবিটি দেখুন, নেটফ্লিক্সে আছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫