Logo
×

Follow Us

বিনোদন

‘দ্য ইন্টার্ন’ সিনেমায় আবারো একসাথে অমিতাভ ও দীপিকা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২১, ১৪:৩৮

‘দ্য ইন্টার্ন’ সিনেমায় আবারো একসাথে অমিতাভ ও দীপিকা

সর্বশেষ ‘পিকু’সিনেমায় একসাথে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চন ও দীপিকা পাড়ুকোনকে। বাবা মেয়ের চরিত্রে পর্দায় তাদের অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছে। এর পর ভক্তদের প্রত্যাশা ছিল আবার কবে তাদের একসঙ্গে দেখা যাবে।

সেই প্রত্যাশার অবসান হচ্ছে শিগগিরই। হলিউডের ‘দ্য ইন্টার্ন’-এর রিমেক সিনেমায় অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন ও অমিতাভ বচ্চন।

সামাজিক মাধ্যমে দীপিকার পোস্টে জানা যায়, ঋষি কাপুরের জায়গায় অভিনয় করবেন অমিতাভ বচ্চন। অন্যদিকে টুইটারে হলিউডের ‘দ্য ইন্টার্ন’ সিনেমার পোস্টার শেয়ার করে নায়িকা লেখেন, আশা করি ভালো কিছু হবে।

গত বছর হলিউডের বিখ্যাত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর হিন্দি অনুবাদের কথা ঘোষণা করেন। রবার্ট ডি নিরোর অভিনয় করা চরিত্রটিতে অভিনয় করবেন অমিতাভ বচ্চন এবং অ্যানা হ্যাথওয়ের চরিত্রে দেখা যাবে দীপিকাকে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫