Logo
×

Follow Us

বিনোদন

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১, ১৯:৪২

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা

ছবি: সংগৃহীত

দিল্লির বিজ্ঞানভবনে অনুষ্ঠিত হলো ভারতের ৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান। সোমবার (২৫ অক্টোবর) ভারতের উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু উপস্থিত হয়ে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেন।

এবারের আসরে ‘ভোঁসলে’ ও ‘অসুরণ’ সিনেমার জন‌্য যথাক্রমে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন মনোজ বাজপেয়ী ও ধানুশ। ‘মণিকর্ণিকা’ ও ‘পাঙ্গা’ সিনেমার জন‌্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেলেন কঙ্গনা রাণৌত। ৫১তম দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন দক্ষিণী সিনেমার মেগাস্টার রজনীকান্ত।

পুরস্কারপ্রাপ্তদের তালিকা

সেরা বাংলা চলচ্চিত্র: গুমনামী

সেরা হিন্দি চলচ্চিত্র: ছিছোরে

সেরা অভিনেতা: মনোজ বাজপেয়ী, ধানুশ

সেরা অভিনেত্রী: কঙ্গনা রাণৌত

সেরা সহ-অভিনেতা: বিজয় সেতুপতি (সুপার ডিলাক্স, তামিল)

সেরা সহ-অভিনেত্রী: পল্লবী জোশি (দ্য তশখন্ত ফাইল, হিন্দি)

সেরা সংগীত পরিচালক: প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় (জ্যেষ্ঠপুত্র)

সেরা পরিচালক: সঞ্জয় পুরাণ সিংহ চৌহান (বাহাত্তর হুরায়ে)

সেরা পরিচালক (ডেবিউ): মাথুকুট্টি জেভিয়ার (হেলেন, মালায়লাম)

সেরা পরিচালক: সুধাংশু সারিয়া (নক নক নক)

সেরা চিত্রনাট্যকার (মৌলিক): কৌশিক গঙ্গোপাধ্যায় (জ্যেষ্ঠপুত্র)

সেরা চিত্রনাট্যকার (কাহিনি অবলম্বনে): সৃজিত মুখার্জি (গুমনামী)

সেরা শিশুশিল্পী: নাগা বিশাল (কেডি, তামিল)

সেরা সংগীত পরিচালক: বিশাখ জ্যোতি (ক্রান্তিদর্শী গুরুজি, অ্যাহেড অব টাইমস)

সেরা চিত্রগ্রাহক: জালিকাট্টু

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫