রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে নিয়ে ভারতে যতটা শোরগোল হয়েছে আরব সাগরের তীরবর্তী রূপনগরে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়েতেও তার চেয়ে কম কিছু হয়নি। প্রিয় তারকাজুটি গাঁটছড়া বেঁধেছেন বলে খুশিতে মেতে উঠেছিলেন ভক্তরাও। এবার আরো এক ‘নতুন খবরে’ উচ্ছ্বসিত ক্যাটরিনার অনুরাগীরা। গুঞ্জন উঠেছে তিনি মা হতে চলেছেন।
প্রেমে মশগুল এ দম্পতির নানা মুহূর্তের ছবি প্রতিনিয়ত নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ছে।
মাতৃদিবসে লন্ডনে ক্যাটরিনার মা সুজানের কাছে আশীর্বাদ নিয়ে এসেছেন দুজনে। তারপর হঠাৎ দেখা যায়, তারা প্রিয় রেস্তরাঁয় খেতে উড়ে গিয়েছেন নিউইয়র্ক। সেখানেও এ দম্পতির প্রেমঘন মুহূর্ত প্রকাশ্যে এসেছে।
সম্প্রতি একটু বেশিই একত্রে ছুটি কাটাতে দেখা যাচ্ছে ভিক্যাটকে। সে নিয়েই দুইয়ে দুইয়ে চার মিলাচ্ছেন অনেকে। কানাঘুষো শোনা যাচ্ছে, দুই মাসের অন্তঃসত্ত্বা ক্যাটরিনা। বাবা হতে চলেছেন ভিকি।
শুধু তাই নয়, বেশ কয়েক জন প্রযোজক যারা তাদের ছবির জন্য ক্যাটরিনার সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন, তারাও নাকি সময়সূচী বদলাচ্ছেন।
বলিউড সূত্রে জানা গেছে, মেরি ক্রিসমাসের পর ক্যাটরিনার সব ছবির শুটিং পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে ২০২৩ সালে।
যদিও সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে ভিকির মুখপাত্র জানান, এই খবরের কোনো সত্যতা নেই, পুরোটাই গুজব।
বিষয় : ক্যাটরিনা কাইফ ভিকি কৌশল বলিউড
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh