ICT Division

‘যে যা-ই করুক, যার সঙ্গে ঘুরুক, আপনার কী?’

জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘অনুপমা’র ‘আপকো কেয়া’ দৃশ্যের পুনর্নির্মাণ করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান। মজার সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। ভিডিও দেখার পর হেসে কুটি কুটি দর্শকরা।

বিদ্যা বালান। ছবি: ইনস্টাগ্রাম

‘অনুপমা’য় মূল চরিত্রে আছেন রূপালি গঙ্গোপাধ্যায়। তার সংলাপে ‘আপকো কেয়া’ (আপনার কী) ইদানীং বিপুল জনপ্রিয় হয়েছে। বিদ্যা সেই সংলাপের নিজস্ব সংস্করণ বানালেন বাথটাবে বসে।

বিদ্যা বালান। ছবি: ইনস্টাগ্রাম

রূপালির সংলাপে ঠোঁট মিলিয়ে বিদ্যাকে বলতে শোনা যায়, ‘আমি ঘুরি-ফিরি, নাচি বা গাই, একা বাইরে যাই বা কারও সাথে, যেখানে যাই, যখন যাই, আনন্দ করি বা কাঁদি— এতে আপনার কী?’ এই ক্যাপশন-সহ ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম আইডিতে পোস্ট করেছেন তিনি।

সেই দেখে আপ্লুত ভক্তরা। কেউ লিখলেন, ‘এ বারে ঠিক সংলাপ ঠিক মানুষের মুখে বসেছে।’ আবার কেউ লিখলেন, ‘বিদ্যাকেই মানায়।’

বিদ্যা বালান। ছবি: ইনস্টাগ্রাম

সম্প্রতি রণবীর সিংহের অনাবৃত ফটোশ্যুট ঘিরে বিতর্কের মাঝে প্রতিক্রিয়া জানিয়েছিলেন বিদ্যা। পুরুষদের নিরাবরণ হওয়া প্রসঙ্গে লিখেছিলেন, ‘আরে আমাদেরও উপভোগ করতে দিন!’

বিদ্যা বালান। ছবি: ইনস্টাগ্রাম

বিদ্যাকে শেষ দেখা গিয়েছিল রহস্য ছবি ‘জলসা’-তে। আমাজন প্রাইমে মুক্তি পাওয়া সে ছবিতে সাংবাদিকের ভূমিকায় অভিনয় করে তাক লাগিয়েছিলেন অভিনেত্রী। এখন তার ঝুলিতে রয়েছে আরো দুইটি ছবি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //