বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা ভূমি পেড়নেকর। খুব অল্প সময়েই বলিউডে নিজের স্থান পাকা করেছেন তিনি। পুরোপুরি বাণিজ্যিক ঘরানার সিনেমা ‘বালা’ ও ‘পতি পত্নী অওর ও’-তে অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি। তেমনি সফল হয়েছেন শৈল্পিক ধারার ‘সনচিড়িয়া’, ‘সান্ড কি আঁখ’-এ। গত বছর ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে আলাদাভাবে নজর কাড়েন ভূমি পেড়নেকর।
গত বছর তার তিনটি সিনেমা মুক্তি পায়। দুটি প্রেক্ষাগৃহে, একটি ওটিটিতে। তার মধ্যে ‘বাধাই দো’ সিনেমার জন্য সমালোচকদের বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। তবে অন্য দুই সিনেমা ‘রক্ষাবন্ধন’ ও ‘গোবিন্দা নাম মেরা’ তেমন সাফলতা পায়নি। নতুন বছরে নতুন পরিকল্পনা নিয়ে সামনে তাকাতে চান নায়িকা।
চলতি বছর একের পর এক সিনেমায় দেখা যাবে ভূমিকে। ২০২৩ সালে ভূমি পেড়নেকরের ছয়টি সিনেমা মুক্তি পাবে।
‘ভেদ’, ‘দ্য লেডিকিলার’, ‘আফওয়া’, ‘ভক্ষক’, ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ ইত্যাদি সিনেমায়। যেগুলোয় বিচিত্র সব চরিত্রে দেখা যাবে তাঁকে। অভিনেত্রীর আশা, সিনেমাগুলো মুক্তির পর তাঁর ক্যারিয়ার নতুন গতি পাবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেছেন তিনি।
ভূমি বলেন, ‘চলতি বছর ছয়টি সিনেমা আসবে, যা অভিনেত্রী হিসেবে বছরটাকে নিজের করে নেওয়ার সুযোগ তৈরি করবে। সিনেমাগুলোয় শক্তিশালী নারী চরিত্রে আমাকে দেখা যাবে, অভিনেত্রী হিসেবে এর চেয়ে বেশি আর কী চাই!’
অভিনেত্রী জানান, সিনেমাগুলোয় বিভিন্ন বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের চ্যালেঞ্জ নিতে চেয়েছেন তিনি। ভূমি বলেন, ‘ছয় সিনেমায় দর্শক ছয়জন আলাদা ভূমিকে দেখতে পারবেন। এটি নিয়ে এখন থেকেই আমি রোমাঞ্চিত। এমন সুযোগ পাওয়ার জন্য শিল্পী হিসেবে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি।’
নতুন বছরের শুরুতে জানিয়ে রাখলেন নিজের স্বপ্নের কথাও, ‘নিজের সেরাটা দিতে মুখিয়ে ছিলাম, আমিই কেবল জানি, সিনেমাগুলোর জন্য কতটা পরিশ্রম করতে হয়েছে। সে জন্য সিনেমাগুলো নিয়ে আশাও অনেক বেশি। আমি জানি, ছয়টি সিনেমার জন্য যে শ্রম দিয়েছি, সেটি ভবিষ্যতের জন্য বড় সঞ্চয়।’
তবে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ভূমি পেড়নেকর বলিউড ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh