
‘পাঠান’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত
দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল বুধবার (২৫ জানুয়ারি) আবারো বড় পর্দায় দেখা দেবে বলিউড বাদশা শাহরুখ খান। সমস্ত বাধার অবসান ঘটিয়ে আগামীকাল মুক্তি পাবে ‘পাঠান’।
বিশ্বের শতাধিক দেশে সাড়ে ৭ হাজারের বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘পাঠান। বাংলাদেশে পাঠানের মুক্তির কথা থাকলেও শেষমেষ তার সম্ভাবনা নেই।
সাফটা চুক্তির
আওতায় সিনেমাটি বাংলাদেশে মুক্তির বিষয়ে তথ্য মন্ত্রণালয়ে জরুরি
বৈঠক হয় আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি)।
যেখানে হাজির ছিলেন মন্ত্রণালয়ের শীর্ষ কর্তাসহ চলচ্চিত্রকার কাজী হায়াৎ, হলমালিক
ওনার্স অ্যাসোসিয়েশনের অ্যাডভাইজার সুদীপ্ত কুমার দাস প্রমুখ।
বৈঠক
শেষে নিশ্চিত হয় কাল (২৫
জানুয়ারি) তো নয়ই, খুব
দ্রুত সময়ে ‘পাঠানবাংলাদেশে মুক্তি পাচ্ছে না। কারণ, আইনি
জটিলতা। ফলে কিছুদিন ধরে
চেষ্টা চালানো বাংলাদেশের অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্টের চেষ্টাটাও আলোর
মুখ দেখছে না।
উল্লেখ্য,
‘পাঠান নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে একজন ‘র’
এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান। ভিলেন হিসেবে
আছেন জন আব্রাহাম। আর
নায়িকা দীপিকা পাড়ুকোন। বিশেষ চমক হয়ে দেখা
দেবেন সালমান খানও।