বলিউডের উঠতি নায়িকা অনন্যা পাণ্ডে। ২০১৮ সালে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন অনন্যা। এ পর্যন্ত বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন এ নায়িকা।
কিন্তু এখনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভালো কোনো জায়গা করতে পারেননি অনন্যা পাণ্ডে। অবশ্য বিভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছেন তিনি, তবু দর্শক মহলে তেমন সাড়া জাগাতে পারেননি এ অভিনেত্রী। এ নিয়ে আক্ষেপ করেছেন অভিনেত্রী।
অনন্যার ভাষ্য মতে, ‘মনে হচ্ছে খুব ধীরে ধীরে এগোচ্ছে আমার ক্যারিয়ার।’
অনন্যা বললেন, মহামারিই হয়তো এর জন্য দায়ী। করোনার দু’টি বছরে কাজ পাইনি। আরও কাজ আসতে পারত।
তবে এ বার হয়তো ভালো সময় আসছে। দ্রুত নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন, এমনই আশা করছেন এ অভিনেত্রী।
প্রসঙ্গত দুই বন্ধু সুহানা খান এবং শানয়া কাপুরের বলিউডে অভিষেক নিয়েও উচ্ছ্বসিত অনন্যা। তাদের প্রথম সিনেমা এ বছরই মুক্তি পাচ্ছে। উত্তেজনায় ডগমগ অনন্যা বলেন, শানয়া করণ জোহরের সঙ্গে কাজ করছে। সুহানা জোয়া আখতারের সঙ্গে। আর কী চাই! আমার এত রোমাঞ্চ লাগছে যে কী বলব। ওদের প্রথম কাজগুলো দেখার জন্য ছটফট করছি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : অনন্যা পান্ডে বলিউড সুহানা খান শানয়া কাপুর
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh