স্বরার বিয়ে অবৈধ দাবী করলেন মুসলিম জামাতের প্রধান

সম্প্রতি পরিবার-পরিজনকে সাক্ষী রেখে আইনিভাবে সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদকে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। স্বরার বিয়ের খবরে খুশি তার সতীর্থরা। তবে এই বিয়েকেই অবৈধ বলছেন সর্বভারতীয় মুসলিম জামাতের প্রধান মাওলানা শাহবুদ্দিন রিজবি। তার দাবি, স্বরাকে ইসলাম কবুল করতে হবে। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা গেছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শরিয়তে ইসলাম কবুল না করলে সেই বিয়ে অবৈধ। সর্বভারতীয় মুসলিম জামাতের প্রধান মাওলানা শাহবুদ্দিন রিজবির কথায়, ‘স্বরাকে ইসলাম কবুল করতে হবে, তবেই এই বিয়ে বৈধতা পাবে। কোনো নারী যদি মূর্তিপূজা করেন, তাহলে কোনো মুসলমান পুরুষ তাকে বিয়ে করতে পারবেন না। ইসলামে এই ধরনের বিয়ের জায়গা নেই।’

গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিয়ের কথা প্রকাশ করলেন স্বরা- ফাহাদ। নায়িকার বিয়ের খবরে উচ্ছ্বসিত ভক্তরা। উচ্ছ্বসিত বিনোদন জগৎ থেকে রাজনৈতিক মহল। কিন্তু এই বিয়েতে অখুশি একাংশ।

বিয়ের খবর প্রকাশ্যে এনে টুইটারে স্বরা লিখেছিলেন, ‘অনেক সময়ই আমরা দূরের কোনো জিনিসকে কাছে পেতে চাই বা খুঁজে থাকি। কিন্তু অনেক সময়ই প্রাণের জিনিসটা পাশে থাকে। আমরা ভালোবাসার খোঁজ করি। কিন্তু আমরা প্রথমে বন্ধুত্ব পাই। তারপর দুজন দুজনকে পাই। আমার হৃদয়ে তোমাকে স্বাগত ফাহাদ।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //