সালমান খানকে ৩০ এপ্রিল হত্যার হুমকি

আবারও মৃত্যু হুমকি পেলেন বলিউড তারকা সালমান খান। এবারের হুমকি এসেছে রাজস্থানের যোধপুরের এক ব্যক্তির কাছ থেকে। মুম্বাই পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি ৩০ এপ্রিল সালমান খানকে হত্যা করবেন বলে মৃত্যু হুমকি দিয়েছেন।

এআনআইকে মুম্বাই পুলিশ বলেছে, গতকাল সোমবার (১০ এপ্রিল) পুলিশ কন্ট্রোল রুমে একটি ফোন এসেছে।

নিজেকে রকি ভাই পরিচয় দিয়ে সেই ব্যক্তি বলেছেন, সালমান খানকে ৩০ এপ্রিল হত্যা করা হবে। তদন্ত চলছে।

পুলিশের আরও জানিয়েছে, যেই ব্যক্তি মুম্বাই পুলিশ কন্ট্রোল রুমে ফোন দিয়ে হুমকি দিয়েছেন, তাকে আটক করে জিজ্ঞেসবাদের জন্য নেয়া হয়েছে।

এর আগেও সালমান খান মৃত্যুর হুমকি পেয়েছেন। গত মাসে মেইলে সালমানকে মৃত্যুহুমকি দেওয়ার জন্য ২১ বছরের একজনকে আটকও করা হয়েছে। মুম্বাইয়ের একটি আদালত সেই ব্যক্তিকে কারাবাসে পাঠিয়েছেন।

সেই হুমকির কারণে অভিনেতার বাড়ির সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভক্তদের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। বুলেটপ্রুফ গাড়িও কিনেছেন অভিনেতা। সালমানকে বলা হয়েছে সব ধরনের অ্যাওয়ার্ড অনুষ্ঠান, ভক্তদের সঙ্গে সংযোগ এড়িয়ে চলতে।

জনসমাগম এড়িয়ে চলতে বলা হলেও, সালমান গতকালই তার পরবর্তী সিনেমা কিসি কা ভাই কিসি কা জানের ট্রেলার মুক্তি উপলক্ষে জনবহুল স্থানে ছিলেন। আর এমন দিনেই ফের মৃত্যুহুমকি পেলেন তিনি।  

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //