বলিউডের প্রবীণ অভিনেত্রী এবং সাবেক সংসদ সদস্য জয়া প্রদাকে একটি মামলায় ছয় মাসের জেল এবং ৫ হাজার টাকা জরিমানা করেছে চেন্নাইয়ের একটি আদালত।
চেন্নাইয়ের এক থিয়েটার কর্মচারীর দায়ের করা মামলায় শাস্তি দেয়া হয়েছে অভিনেত্রী জয়া প্রদাকে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কয়েক বছর আগে চেন্নাইয়ে একটি সিনেমা হল কিনেছিলেন জয়া। সহযোগী ছিলেন রাম ও রাজা নামে দুজন। লোকসান হওয়ায় হলটি তারা বন্ধ করে দেন। এরপরই জয়ার বিরুদ্ধে অভিযোগ ওঠে, যে কর্মীরা ওই সময় কর্মরত ছিলেন, তাঁদের বেতন থেকে কেটে নেওয়া স্বাস্থ্যবিমার টাকা জমা দেওয়া হয়নি।
এরপর সরকারিভাবে লিখিত অভিযোগ দায়ের হয়। কর্মীদের সেই অভিযোগের ভিত্তিতে জয়া, রাম এবং রাজার বিরুদ্ধে চেন্নাইয়ের একটি আদালতে মামলা ওঠে। জয়ারা ওই টাকা ফেরত দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মামলা তুলে নেওয়ার অনুরোধ করেন। কিন্তু সেই আবেদন খারিজ করে আদালত গতকাল শুক্রবার (১১ আগস্ট) ওই মামলার সাজা ঘোষণা করে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : সংসদ সদস্য অভিনেত্রী জয়া প্রদা বরি বলিউড
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh