হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির খিলাড়ি অক্ষয় কুমার তার ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। এই সুসংবাদটি বিশ্ববাসীকে জানাতে তিনি আজ মঙ্গলবার (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের নাগরিকত্বের কাগজপত্র শেয়ার করেন।
ভারতীয় নাগরিকত্বের একটি ছবি পোস্ট করে অক্ষয় ক্যাপশনে লিখেছেন, ‘মন আর নাগরিকত্ব, দুইটাই হিন্দুস্তানি। শুভ স্বাধীনতা দিবস! জয় হিন্দ!’
অক্ষয় কুমারকে প্রায়ই ব্যঙ্গ-বিদ্রুপ করা হয় কানাডিয়ান নাগরিক হিসেবে। নেটিজেনরা তাকে বছরের পর বছর ধরে কানাডিয়ান কুমার বলে বিদ্রুপ করে আসছে। তবে এবার সেই রাস্তা বন্ধ করে দিল ভারত সরকার। ভারতের ৭৭তম স্বাধীনতা দিবসে অক্ষয় কুমার আনুষ্ঠানিকভাবে হলেন একজন ভারতীয়।
এর আগে অক্ষয় বলেছিলেন, তিনি ২০১৯ সালে ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন, কিন্তু কোভিড মহামারির কারণে প্রক্রিয়াটি বিলম্বিত হয়েছে। অবশেষে স্বাধীনতা দিবসের বিশেষ মুহূর্তেই অক্ষয়কে ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হয়েছে।
কয়েক বছর আগে ব্যক্তিগত কিছু কারণে কানাডিয়ান নাগরিকত্ব বেছে নিয়েছিলেন অক্ষয় কুমার। জানা যায়, একের পর এক সিনেমা ফ্লপ হওয়ায় ভারত ছাড়ার ইচ্ছায় কানাডায় কাজ খুঁজতে থাকেন অক্ষয়। এক বন্ধুর সহায়তায় কানাডায় যান অক্ষয়। সেখানকার পাসপোর্ট এবং নাগরিকত্ব পান। তবে এরপরই দুটি সিনেমা পরপর হিট হয়ে যায় অক্ষয়ের।
তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তবে ভারতীয় নাগরিকত্ব ফিরে পাওয়ার বিষয়টি তাকে ভাবায়নি। গত এক দশকে তিনি ভারতের সর্বোচ্চ করদাতার মধ্যে রয়েছেন। তবে কানাডিয়ান নাগরিকত্ব তাকে সামাজিক মাধ্যমে বছরের পর বছর ধরে কটূক্তি এবং ঘৃণার মুখোমুখি করেছে। অবশেষে এখন তিনি কাগজে-কলমে একজন ভারতীয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh