বিগ বির প্রেমের খবর ফাঁস, জয়ার বিস্ফোরক মন্তব্য

বলিউডের সবথেকে চর্চিত জুটি তথা পাওয়ার কাপল হিসেবে পরিচিত অভিনেতা অমিতাভ বচ্চন ও অভিনেত্রী জয়া বচ্চন। আর তাদের ভক্তরাও এই সুন্দর জুটির প্রশংসা করেন বরাবর। তবে তাদের সম্পর্ক নিয়ে ভক্তদের কৌতূহলেরও শেষ নেই। প্রায় পাঁচ দশক ধরে বিবাহবন্ধনে আবদ্ধ অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন। 

১৯৯৮ সালে সিমি গারেওয়ালের শো-এ কিছু চমকপ্রদ বিষয় ভাগ করে নিয়েছিলেন এই জুটি। অমিতাভকে উপস্থাপিকা সিমি প্রশ্ন করেছিলেন, তিনি নিজেকে রোম্যান্টিক ভাবেন কি না! সঙ্গে সঙ্গে তিনি জবাব দেন, না। তার পাশে বসে থাকা জয়া আর নিজেকে ধরে রাখতে পারেননি।

হাসিতে ফেটে পড়ে তিনি জানিয়েছিলেন যে, আমার সঙ্গে তো একেবারেই উনি রোম্যান্টিক নন। স্ত্রীর এহেন কৌতূকপূর্ণ মন্তব্য শুনে রীতিমতো অপ্রস্তুতে পড়ে যান বলিউড সুপারস্টার। জয়ার দিকে অদ্ভুত ভাবে তাকিয়েছিলেন। সঙ্গে সঙ্গে অভিনেত্রী বলেন, এবার মনে হচ্ছে, আমি ঝামেলা করে ফেলেছি। এবার বিষয়টার গভীরে প্রবেশ করেন সিমি। তাঁর কাছে রোম্যান্টিকতা ঠিক কী, সেটা অমিতাভকে জিজ্ঞাসা করেন তিনি।

জয়ার ব্যাখ্যা, রোম্যান্টিকতা আসলে নিজের সঙ্গীর জন্য ওয়াইন এবং ফুল নিয়ে আসা। তবে জয়ার এই ধারণা একেবারে নস্যাৎ করে দেন অমিতাভ। তিনি বলেন, আমি কখনওই এসব করিনি। তখন অভিনেত্রী বলেন, হয়তো ওর যদি কোনও প্রেমিকা থাকত, তাহলে নিশ্চয়ই এসব করতেন। কিন্তু আমার মনে হয় না।

এরপর তাদের প্রথম জীবনের বিষয়ে প্রশ্ন করেন সিমি। তিনি জয়াকে প্রশ্ন করেন যে, যখন তারা ডেটিং করছিলেন, তখন কি রোম্যান্টিক ছিলেন অমিতাভ? অপ্রত্যাশিত ভাবে জয়ার জবাব, আমরা কখনওই কথা বলিনি। এই জবাবে বেশ তাজ্জব হয়ে যান সিমি। জয়া ব্যাখ্যা করেন, আমাদের খুবই কম কথা হত। আর অমিতাভ নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সটান মন্তব্য করেন, এটা আসলে সময় নষ্ট।

অমিতাভকে প্রথম দেখে জয়ার কী মনে হয়েছিল, সেই প্রশ্ন করা হলে জয়া বলেন, প্রথম সাক্ষাতেই বিপদের গন্ধ পেয়েছিলেন তিনি। ব্যাখ্যা করে অমিতাভ-ঘরনি বলেন, আসলে তিনি ভয় পেয়েছিলেন। কারণ তিনি জানতেন যে, অমিতাভই এমন একমাত্র ব্যক্তিত্ব, যিনি তাকে প্রভাবিত করতে পারেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh