বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরিকে বয়কটের ডাক দিয়েছে ভারতের
জয়পুরবাসী। আগামী ১১ অক্টোবর সিনেমা হলে মুক্তি পাবে তৃপ্তির নতুন ছবি ‘ভিকি বিদ্যা
কা উয়ো ওয়ালা ভিডিও’। রাজ্য শান্ডিল্য পরিচালিত
এই ছবিতে রাজকুমার রাওয়ের সঙ্গে অভিনয় করেছেন নায়িকা। জয়পুরবাসী তার সে সিনেমা বয়কট
করেন।
ঘটনার সূত্রপাত তৃপ্তি টাকা নিয়েও জয়পুরে একটি অনুষ্ঠানে
যোগ দেননি। এতেই ক্ষিপ্ত জয়পুরে ইভেন্টের আয়োজন
করা মহিলা উদ্যোক্তারা। তৃপ্তির পোস্টারে দেওয়া হয়েছে কালি। এমনই ভিডিও সোশাল মিডিয়ায়
ছড়িয়ে পড়েছে।
‘নারী শক্তি’র জন্য জয়পুরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যা হওয়ার কথা ছিল জেএলএন মার্গে। মহিলা উদ্যোক্তাদের একজনের দাবি, অনুষ্ঠানে যাওয়ার জন্য তৃপ্তিকে সাড়ে পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছিল। এমনকি, অভিনেত্রী নাকি ইভেন্টে তাড়াতাড়ি পৌঁছার আশ্বাসও দিয়েছিলেন। পাঁচ মিনিটে পৌঁছে যাবেন বলেও ইভেন্টের আগে জানিয়েছিলেন। কিন্তু তৃপ্তির দেখা মেলেনি। এতেই উদ্যোক্তারা প্রবল ক্ষিপ্ত।
ভাইরাল ভিডিওতে দেখা
যাচ্ছে, অনুষ্ঠান মঞ্চে তৃপ্তির ছবি দেওয়া পোস্টার রয়েছে। তাতে কালি দিয়ে ক্ষোভ প্রকাশ
করছেন এক নারী। প্রবল বিরক্তি তার চোখেমুখে। সূত্রের খবর, অভিনেত্রীর বিরুদ্ধে নাকি
আইনি পদক্ষেপও নেবেন উদ্যোক্তারা।
ইমতিয়াজ আলির ‘লায়লা মজনু’ ছবিতে নজর কেড়েছিলেন তৃপ্তি। তারপর আসে ওয়েব অরিজিনাল ‘বুলবুল’, ‘কলা’। ক্যামেরার সামনে তৃপ্তি দিমরির চমক থাকলেও, অভিনেত্রী কিন্তু বলিউডে সঠিক জায়গা খুঁজে পাচ্ছিলেন না। ঠিক তখনই অফার আসে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ ছবির। আর তার পরেই তৃপ্তির ভাগ্যের চাকা ঘুরে যায়। একের পর এক ছবিতেই সই। বলিউডের বিগ বাজেটের ছবিতেও তৃপ্তির এন্ট্রি। আগামীতে ‘ভুলভুলাইয়া ৩’, ‘ধড়ক ২’র মতো ছবিতে দেখা যাবে তৃপ্তিকে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh