বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এক বড় তারকাকে নিয়ে মুখ খুললেন তিনি। জানান, শয়নকক্ষে আসতে না দেয়ায় সে তারকা মল্লিকার সঙ্গে পরবর্তীতে আর কোনো কাজ করেননি।
কিন্তু কে সেই নায়ক? অতীত খুঁড়ে নায়িকা প্রকাশ করলেন সেই ভয়াবহ স্মৃতির কথা। দুবাইয়ে একটি বড় মাপের ছবির শুটিং করতে গিয়ে তার এই অভিজ্ঞতা হয়েছিল বলে জানান তিনি। ছবিটিতে ছিলেন প্রথম সারির একাধিক তারকা।
মল্লিকার ভাষ্য, Ôএকটা ঘটনা বলি। দুবাইয়ে একটি বড় মাপের ছবির শুটিং করছিলাম। একাধিক বড় তারকা ছিলেন ছবিতে। এই ছবি বক্স অফিসে বিপুল সাড়া ফেলেছিল। দর্শকের ছবিটি পছন্দ হয়েছিল। আমিও একটি মজার চরিত্রে অভিনয় করেছিলাম।’
তিনি আরও বলেন, Ôসে ছবির শুটিংয়ের সময় দুবাইয়ের হোটেলে রোজ রাত বারোটায় আমার ঘরে এসে কড়া
নাড়তেন ছবির নায়ক। কড়া নাড়ার এমন জোর ছিল, আমি ভাবতাম, দরজাটা বোধহয় ভেঙেই গেল। সেই নায়ক আমার শয়নকক্ষে
আসতে চাইতেন। আমি জানতাম, এটা আমি কখনোই এটা হতে দেব না। এর পরে সেই নায়ক আর আমার সঙ্গে কোনও কাজ করেননি।’
সাক্ষাৎকারে মল্লিকা অভিনেতার নাম উল্লেখ না
করলেও নেটিজেনরা অক্ষয়ের দিকে আঙ্গুল তুলছেন। ছবির বর্ণনা শুনে নেটাগরিকদের অনুমান, তিনি ২০০৭-এর ছবি ‘ওয়েলকাম’ এর কথা বলেছেন। দুবাইতেই এই ছবির শুটিং হয়েছিল।
একাধিক বড় তারকা ছিলেন। মুখ্য অভিনেতার চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার।
মল্লিকা এক সময় ইমরান হাশমির সঙ্গে তার রসায়নে
আলোড়ন ফেলেছিল। গত কয়েক বছর বলিউড থেকে কিছুটা দূরেই ছিলেন। বহু দিন পরে ‘ভিকি
বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিও’ ছবিতে ফের অভিনয় করেছেন এ অভিনেত্রী।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh