ফের আইনি জটিলতায় পড়ছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠী। তার রেস্তোরাঁ থেকে চুরি হলো একটি গাড়ি। মুম্বাইয়ে ‘বাস্তিয়ান’ রেস্তোরাঁর মালিক তিনি। গোটা মুম্বাই শহর জুড়ে একাধিক শাখা রয়েছে এই রেস্তোরাঁর।
শিল্পা এবং তার স্বামী রাজ কুন্দ্রের যৌথমালিকানা রয়েছে রেস্তোরাঁ ব্যবসায়। যদিও ব্যবসার কাজ বেশির ভাগটাই দেখভাল করেন অভিনেত্রীর স্বামী।
দেশ-বিদেশের অনেক নামকরা রেস্তোরাঁ চেনকে টেক্কা দেয় শিল্পা-রাজের রেস্তোরাঁ। এ বার সেখানেই ঘটে গেল চুরির ঘটনা। যেমন তেমন চুরি নয়, খোয়া গেল ৮০ লাখ টাকার বিএমডাব্লিউ গাড়ি।
গাড়ির মালিক মুম্বাইয়ের ব্যবসায়ী রুহান খান। এরইমধ্যে তিনি শিবাজি পার্ক থানায় চুরির অভিযোগ দায়ের করেছেন।
সূত্রের খবর, গাড়িটি পার্ক করার মাত্র এক মিনিটের মধ্যেই চুরি হয়ে যায়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, গাড়িটি পার্কিং লটে ঢোকার পরপরই তাতে চড়ে বসেন কয়েকজন। তারপর গাড়িটি নিয়ে চম্পট দেন তারা। ভোর ৪টা নাগাদ রেস্তোরাঁ বন্ধ হওয়ার পর ওই ব্যবসায়ী বেসমেন্ট কর্মীদের গাড়ি নিয়ে আসতে বলেন, তখন তারা জানান গাড়িটি খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন বুঝতে পারেন গাড়িটি চুরি হয়েছে।
সিসিটিভিতে ধরা পড়েছে গাড়ি চুরির বিভিন্ন মুহূর্ত। এ বার অভিনেত্রীর রেস্তোরাঁর বিরুদ্ধে নিরাপত্তাহীনতার অভিযোগ তুলেছেন খোয়া যাওয়া গাড়ির মালিকের আইনজীবী।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : শিল্পা শেঠী বাস্তিয়ান বলিউড
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh