বৃহস্পতিবার ২৪ ঘণ্টার মধ্যে বলিউডের দুই মেগাস্টার শাহরুখ
খান এবং সালমান খানকে খুনের হুমকি দেওয়া হয়েছে। যে বিষয়ে ইতিমধ্যেই তৎপরতার সঙ্গে তদন্তে
নেমেছে পুলিশ। দুই
বলিউড তারকার নেপথ্যেই তাড়া করে বেড়াচ্ছে অতীত ছায়া!
ঘটনা সেই নয়ের দশকের। ১৯৯৮ সালে রাজস্থানের কঙ্কানি গ্রামে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিংয়ের সময়ে সালমান খানের বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে। সেই থেকে বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় ভাইজান। কিন্তু সেই নয়ের দশকেই শাহরুখ এমন কী করেছিলেন? যার কারণে তাকেও খুনের হুমকি পেতে হয়।
শাহরুখকে প্রাণনাশের হুমকির ঘটনায় তদন্তের মাধ্যমে ছত্তিশগড়ের রায়পুরের বাসিন্দা এবং পেশায় আইনজীবী ফৈজান খানের নাম সামনে এসেছে। মুম্বাই পুলিশ এই বিষয়ে ফৈজানকে তলব করেছে এবং তার সঙ্গে শাহরুখের পূর্বের একটি দ্বন্দ্বের কথাও তুলে ধরেছেন।
১৯৯৪ সালের ছবি ‘অঞ্জাম’-এর একটি সংলাপ নিয়ে আপত্তি তুলেছিলেন
এই উকিল। ফৈজান দাবি করেন যে, ‘সেই সংলাপে হরিণ শিকারের প্রসঙ্গটি নেতিবাচকভাবে দেখানো
হয়েছিল, যা তাকে ও রাজস্থানের বিশ্নোই সম্প্রদায়কে উত্তপ্ত করেছিল। তার মতে, বিশ্নোই
সম্প্রদায়ের ধর্মে হরিণ রক্ষার প্রচলন রয়েছে এবং একজন মুসলিম হিসাবে তিনিও এই বিষয়টি
নিয়ে আপত্তি জানান।’
হুমকি বার্তাটির মামলা মুম্বাইয়ের বান্দ্রা থানায় দায়ের
করা হয় এবং সেখানেই ফৈজানকে এ বিষয়ে তলব করে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। তবে ফৈজান
জানিয়েছেন যে, তার ফোনটি চুরি হয়ে গিয়েছিল। সুতরাং, তিনি হুমকি বার্তার ব্যাপারে
কিছুই জানেনা বলে দাবি করেছেন।
তিনি আরও বলেন, আমার ফোন থেকে হুমকি বার্তাটি দেওয়া হয়েছে, তবে এটা উদ্দেশ্যমূলক এবং আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে।
ফৈজান মনে করেন, তার ফোন চুরির ঘটনা এবং শাহরুখের বিরুদ্ধে
তার আগের এই বিরোধিতার সঙ্গে যোগসূত্র স্থাপনের চেষ্টা চলছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : শাহরুখ খান হুমকি বলিউড
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh