‘পুষ্পা’ সিনেমার অভিনেতা শ্রী তেজের বিরুদ্ধে অভিযোগ এনেছেন এক নারী। মহিলার অভিযোগ, প্রেম করার ভান করেছিল শ্রী তেজ। এমনকী, বিয়ে করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। ব্যক্তিগত কাজে ২০ লক্ষ টাকা নিয়েছিল। তবে সে টাকাও ফেরত দিচ্ছেন না।
এখন এক বিবাহিত
মহিলার সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে শ্রেী তেজ। এসব অভিযোগে অভিনেতার বিরুদ্ধে থানায়
এফআইআরও দায়ের করলেন সে নারী। তার দাবী, তেজ
বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে বহুবছর ধরেই সহবাসে লিপ্ত হয়েছেন তার সঙ্গে।
মহিলার ভাষ্য, ‘গত এপ্রিল মাসেও অভিযোগ করা হয়েছিল। কিন্তু অভিনেতার পরিবার কথা দিয়েছিল তারা এই বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করবেন। কিন্তু তা না হওয়ার কারণেই নতুন অভিযোগ।’
এদিকে ৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘পুষ্পা ২’। বিশ্বের ৩ হাজার লোকেশনে বাংলা, হিন্দি-সহ তামিল, তেলুগু, মালয়লম, কন্নড়ের মতো আরও চারটি ভাষায় মুক্তি পাবে ‘পুষ্পা ২: দ্য রুল’। যা মুক্তির আগেই ৪০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে। দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির সিনে বিশেষজ্ঞদের মতে, এই ছবি ওপেনিং ডে-তেই কেজিএফ ২-এর ব্যবসার রেকর্ড ভেঙে চুরমার করবে। ‘পুষ্পা’ ছবির দ্বিতীয়ভাগে চিত্রনাট্যে বড়সড় বদল রয়েছে। ক্লাইম্যাক্স নাকি একেবারে চমকে দেবে দর্শকদের জানালেন পরিচালক সুকুমার।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh