Logo
×

Follow Us

বিনোদন

অভিনেত্রী শোবিতার আত্মহত্যা!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ১২:৪৯

অভিনেত্রী শোবিতার আত্মহত্যা!

শোভিতা শিবন্না। ছবি: সংগৃহীত

কন্নড় সিনেমা ও টেলিভিশন অভিনেত্রী শোভিতা শিবন্না আর নেই। ১ ডিসেম্বর রবিবার, হায়দরাবাদে নিজের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে তার লাশ।

পুলিশ  জানিয়েছেন, ‘অভিনেত্রী শোবিতা শিবন্নাকে কোন্ডাপুরে তার নিজের অ্যাপার্টমেন্টেই মৃত অবস্থায় পাওয়া গেছে। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য গান্ধী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনায় মামলা হয়েছে এবং করে তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে খবর, প্রাথমিক ভাবে এই মৃত্যুর ঘটনা আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। অভিনেত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ।  কিন্তু কী কারণে, এই মর্মান্তিক মৃত্যু তা এখনও স্পষ্ট নয়। 

‘ইরাডোন্ডলা মুরু, ‘এটিএম: অ্যাটেম্পট টু মার্ডার, ‘ওন্ধ কাথে হেলা, ‘জ্যাকপট এবং বন্দনা-এর মতো একাধিক ছবিতে কাজ করেছেন শোভিতা।

শুধু বড়পর্দা নয়, ‘গালিপাতা, ‘মঙ্গলা গৌরী, ‘কোগিলে, ‘ব্রহ্মগন্তু, ‘কৃষ্ণা রুক্মিণীর মতো টিভি সিরিয়ালে নিয়মিত অভিনয় করছিলেন এ অভিনেত্রী।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫