একের পর এক হত্যার হুমকি পাচ্ছেন বলিউডের ভাইজান সালমান খান। কখনো ফোনে কখনোবা সরাসরি পুলিশের ফোনে ম্যাসেজ করে। এমকি অভিনেতার বাড়িতেও গুলি করা হয়েছিল। তবে এবার সরাসরি শুটিং সেটে অভিনেতাকে খুনের হুমকি দেয়ার ঘটনা ঘটেছে।
মিন্টের প্রতিবেদন বলছে, সালমান খানের আসন্ন সিনেমার শুটিং করছিলেন মুম্বাইয়ের দাদারে। সেখানে এক ব্যক্তি সালমানের ভক্ত বলে শুটিং দেখার চেষ্টা করছিলেন, তখন নিরাপত্তারক্ষীরা তাকে সরে যাওয়ার অনুরোধ করেন। ওই ব্যক্তি এতে ক্ষুব্ধ হন এবং নিরাপত্তারক্ষীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। তর্কের সময় ওই ব্যক্তি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম উল্লেখ করেন, যা পরিস্থিতিকে আরও উত্তেজিত করে তোলে। এক পর্যায়ে তিনি অভিনেতাকে খুনের হুমকি দেন সবার সামনেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা দল সঙ্গে সঙ্গেই পুলিশের সাহায্য চান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে তাদের হেফাজতে নেয়।
শুটিং সেটে হুমকি প্রদানকারী ২৬ বছরের সেই যুবককে ব্যক্তি নিরাপত্তারক্ষীদের হাতে আটক হওয়ায় সালমানের কাছে যেতে পারেননি। তবে দূর থেকেই অভিনেতাকে প্রাণনাশের হুমকি দেন তিনি। পুরো ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি সালমান। এদিকে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ জানিয়েছে, সালমান খানের শুটিং ভেন্যুতে ঢুকতে বাধা দেওয়া হলে, রাগের মাথায় হুমকির মতো ভাষা ব্যবহার করেছিলেন ওই যুবক।
উল্লেখ্য, সালমান খানকে খুনের হুমকি দিচ্ছি মূলত লরেন্স বিষ্ণোইয়ের দলের পক্ষ থেকে। তারা এটা স্বীকারও করেছে। এ কারণে কয়েকমাস ধরেই অভিনেতার নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। কিন্তু হত্যার হুমকি থামছে না। একের পর এক হুমকি পাচ্ছেন বলিউডের ভাইজান। নিজের নিরাপত্তা আরও জোরদার করতে থেমে নেই সালমান। সম্প্রতি ২ কোটি রুপি দিয়ে দুবাই থেকে নতুন একটি বুলেটপ্রুফ গাড়ি কিনেছেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : শুটিং সেট প্রাণনাশের হুমকি সালমান খান বলিউড
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh