আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা

হায়দরাবাদে ‘পুষ্পা ২ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্য হয়েছে ৩৯ বছরের এক মহিলার। এ ঘটনায়  মামলা দায়ের হলো খোদ আল্লু অর্জুনের বিরুদ্ধে। একই সঙ্গে মামলা করা হয়েছে তার নিরাপত্তা রক্ষী ও সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধেও।

হায়দরাবাদ পুলিশের ডেপুটি কমিশনার অক্ষাংশ যাদব জানিয়েছেন, মৃত মহিলার পরিবার একাধিক অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগের ভিত্তিতেই রুজু হয়েছে মামলা। পুরো বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে। তার কথায়, ‘থিয়েটারের ভিতরে এই বিশৃঙ্খল পরিস্থিতির জন্য যাঁরা দায়ী তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে আইন মেনে।

 ‘পুষ্পা ২’ সিনেমার একটি দৃশ্য

ঠিক কী হয়েছিল? বুধবার রাতে হায়দরাবাদে এই ছবির প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারের বাইরে অনুরাগীদের ভিড় উপচে পড়েছিল। এমনকী, ভিড় সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছিল স্থানীয় পুলিশ। পরিস্থিতি সবচেয়ে বিশৃঙ্খল হয়ে ওঠে যখন থিয়েটারের সামনে এন্ট্রি নেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। তাকে সামনে থেকে দেখতে গিয়েই অনুরাগীদের মধ্যে উত্তেজনা শুরু হয়। এই পরিস্থিতিতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় সেই মহিলার। তার ৯ বছরের বালিকা কন্যাও গুরুতর জখম। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।

বৃহস্পতিবারই দেশজুড়ে মুক্তি পেয়েছে সিনেমাটি। ছবি ঘিরে উন্মাদনা তুঙ্গে। মুক্তির আগেই ৪০০ কোটির বেশি ব্যবসা করে ‘পুষ্পা ২’। বাংলা, হিন্দি-সহ তামিল, তেলুগু, মালয়লম, কন্নড়ের মতো আরও চারটি ভাষায় মুক্তি পেয়েছে ছবিটি।

 

 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh