প্রখ্যাত ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল মারা গেছেন।
আজ সোমবার (২৩ ডিসেম্বর) ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে মুম্বাইয়ের একটি হাসপাতালে মৃত্যু হয় বেনেগালের। বেনেগালের মৃত্যুর কথা ইন্ডিয়ান এক্সপ্রেসকে নিশ্চিত করেছেন তার মেয়ে পিয়া বেনেগাল।
শ্যাম বেনেগালকে ১৯৭০ থেকে ১৯৮০–এর দশকের ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্মাতাদের একজন মনে করা হয়। তার সিনেমা যেমন শৈল্পিক আবেদনের জন্য সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছে, তেমনি আলোচিত হয়েছে সাধারণ দর্শকের কাছেও। নিজেদের সিনেমায় বরাবরই ভারতীয় সমাজ নিয়ে বার্তা দিয়েছেন তিনি।
তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে ‘মন্থন’, ‘অঙ্কুর’, ‘ভূমিকা’, ‘জুনুন’, ‘মান্ডি’, ‘নিশান্ত’ ইত্যাদি।
শ্যাম বেনেগালের পরিচালনায় ২০২৩ সালে মুক্তি পায় শেখ মুজিবুর রহমানের জীবন অবলম্বনে সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছিল সিনেমাটি।
১৪ ডিসেম্বর ঘটা করে ৯০তম জন্মদিন পালন করেছিলেন শ্যাম বেনেগাল। তখন জন্মদিন উদযাপন নিয়ে হিন্দুস্তান টাইমসকে তিনি বলেছিলেন, ‘আমরা সবাই বৃদ্ধ হই। এটা এমন বড় কিছু নয়।’
১৯৩৪ সালের ১৪ ডিসেম্বর হায়দ্রাবাদের (বর্তমানে তেলেঙ্গানা) তিরুমলগিরিতে জন্ম হয় বেনেগালের।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh