বেশ দুশ্চিন্তায় দিন পার করছেন অভিনেত্রী উষসী চক্রবর্তী।
কয়েক দিন আগেই অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সন্দেহজনক কার্যকলাপ শুরু হয়। এরমধ্যে
অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে বলে জানান তিনি।
বর্তমানে ইনস্টাগ্রামে খুঁজলে উষসীর অ্যাকাউন্টটি দেখা যাচ্ছে
না। অভিনেত্রী বলেন, ‘হঠাৎ দেখলাম, লগ আউট হয়ে গিয়েছি এবং প্রোফাইলটাই আর খুঁজে পাওয়া
যাচ্ছে না।’
আরজি কর-কাণ্ডের প্রতিবাদের সঙ্গে জড়িয়ে ছিলেন উষসী। এই
আন্দোলনের সঙ্গে যুক্ত তারকাদের বিস্তর ট্রোলিংয়ের সম্মুখীন হতে হয়। সেই জন্যই কি তাঁর
অ্যাকাউন্টের দিকে নজর? উষসী বললেন, ‘হতে পারে। আমাদের সকলকেই কটাক্ষের সম্মুখীন হতে
হয়েছিল। হয়তো কেউ অনেক দিন ধরেই অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করছিলেন।’ উষসী
জানালেন, মেটার তরফে সম্প্রতি তার কাছে একটি ইমেল আসে। তার পর থেকেই অ্যাকাউন্টে সমস্যা
দেখা দেয়। অভিনেত্রীর কথায়, ‘যেহেতু ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে, তাই আমি সেটাকে
পুনরুদ্ধারও করতে পারছি না। আমাকে তো একজন বললেন, এটাও এক ধরনের ‘ডিজিটাল
অ্যারেস্ট’।
উষসী জানালেন, বৃহস্পতিবার বিষয়টি নিয়ে তিনি কলকাতা পুলিশের
সাইবার অপরাধ দমন শাখায় লিখিত অভিযোগ জানিয়েছেন। পাশাপাশি, মেটার সঙ্গেও তিনি যোগাযোগ
করার চেষ্টা করছেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh