পর্দার প্রথম ‘জুলিয়েট’খ্যাত ব্রিটিশ অভিনেত্রী অলিভিয়া হাসি
আর নেই। ২৭ ডিসেম্বর লন্ডনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো
৭৩ বছর। খবরটি নিশ্চিত করেছে বিবিসি।
উইলিয়াম শেক্সপিয়ারের নাটক অবলম্বনে নির্মিত ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ নির্মাণের পরিকল্পনার পর থেকেই প্রধান দুই চরিত্রে তরুণ কাউকে খুঁজছিলেন পরিচালক ফ্রাঙ্কো জেফিরেলি।
একদিন তিনি মিস জোয়ান ব্রডির ‘প্রাইম’ নাটকের প্রদর্শনীতে যান। যেখানে
ভেনেসা রেডগ্রেভের বিপরীতে অভিনয় করেছিলেন অলিভিয়া হাসি। মঞ্চে অভিনেত্রীর পারফরম্যান্সে
মুগ্ধ হন জেফিরেলি। ১৫ বছর বয়সী অলিভিয়া হাসিকে এরপরই এ চরিত্রের জন্য প্রস্তাব দেন।
১৯৬৮ সালে মুক্তি পায় ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’। এই সিনেমায়
অভিনয় করে বিশ্বব্যাপী পরিচিতি পান তিনি। জুলিয়েট চরিত্রে অভিনয়ের জন্য তিনি গোল্ডেন
গ্লোব পুরস্কার জিতে নেন। সেরা নবাগত অভিনেত্রী হিসেবে তিনি এই পুরস্কার জেতেন।
২০১৫ সালে সবশেষে ‘সুইসাইড স্কোয়াড’ সিনেমায়
দেখা গেছে তাকে। জীবনের শেষের দিকে এসে অলিভিয়া হাসি কাজ করছিলেন ভয়েস আর্টিস্ট হিসেবে।
বিশেষ করে ভিডিও গেম-এর ভয়েস ওভার দিতেন পর্দার প্রথম জুলিয়েট।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : অলিভিয়া হাসি জুলিয়েট রোমিও অ্যান্ড জুলিয়েট
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh