কতজনের সঙ্গে দৈহিক সম্পর্ক উরফির

প্রশ্ন শুনে একটি শো থেকে রেগে বের হয়ে গেলেন উরফি জাভেদ। সম্প্রতি কৌতুক অভিনেতা সময় রায়নার ‘ইন্ডিয়া গড ল্যাটেন্ট’ অনুষ্টানে আসেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত হলেও পরবর্তীকালে আচমকাই অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান উরফি। কিন্তু কী হয়েছিল সেদিন? জানা যায়, অনুষ্ঠানে উরফিকে বেশ গালাগালি করা হয়।

নিজের ইনস্টাগ্রাম পোষ্টের মাধ্যমে সেদিনের ঘটনা তুলে ধরলেন উরফি নিজেই। তিনি জানান, সময়ের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই তার। সমস্ত অভিযোগ অনুষ্ঠানে থাকা দুই প্রতিযোগীর বিরুদ্ধে। অনুষ্ঠান চলাকালীন দুই প্রতিযোগী তাকে সমানে গালাগাল দিয়েছেন এবং তাকে অনুষ্ঠান ছেড়ে যেতেও বলেছিলেন। শুধু তাই নয়, তাকে জিজ্ঞাসা করা হয় তিনি এখনও পর্যন্ত কতজনের সঙ্গে দৈহিক সম্পর্কে লিপ্ত হয়েছেন?

উরফি আরও বলেন, আজকাল মানুষ মনে করে কাউকে অপমান করা ব্যাপারটা ভীষণ ভালো। কিন্তু কেউ যদি আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনও কথা বলে, তাহলে আমি তা সহ্য করতে রাজি নই। আমাকে প্রাপ্ত বয়স্ক চলচ্চিত্র তারকা মিয়া খলিফার সঙ্গে তুলনা করা হয়েছে। এগুলি কী শুধুমাত্র দু’মিনিটের খ্যাতির জন্য করা হয়েছিল? সকলে ভাবতেই পারে এটা ভীষণ কুল। কিন্তু আমি মনে করি না এটা কুল।

সবশেষে উরফি বলেন, গোটা ঘটনাটি ঘটে যাওয়ার পর সময়ের গোটা টিমের তরফ থেকে আমাকে যথেষ্ট সহায়তা করা হয়েছিল। আমার সময় বা ওর গোটা টিমের প্রতি কোনও রাগ নেই। সকলে মনে করতেই পারে, গোটা ব্যাপারটি আমি টাকার জন্য করেছি। কিন্তু যা হয়েছিল তা দর্শকদের সামনেই হয়েছিল। আমি কাউকে অর্থ প্রদান করিনি আমার হয়ে বা কারোর বিরুদ্ধে কথা বলতে।

বর্তমানে সোশ্যাল মিডিয়া উরফির দখলে। চর্চায় থাকে তার সমস্ত পোশাকের কেরামতি। তার ক্যারিয়ারে একটা সময় এমন ছিল, যখন একের পর এক শো থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু এখন তার ডাক পড়ে বিভিন্ন শোয়ের অতিথি হিসাবে।

 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh