বলিউড বাদশা শাহরুখ খান ভালবেসে বিয়ে করেন পাঞ্জাবি হিন্দু পরিবারের মেয়ে গৌরী ছিব্বরকে। সেটা ১৯৯১ সাল। ভিন্নধর্মে বিয়ে, পাত্র জীবনে
প্রতিষ্ঠিত নয়— তবু
কোথাও কোনও সমস্যা হয়নি। তিন ছেলেমেয়েকে নিয়ে ৩৩ বছর পার করে ফেলেছেন গৌরী-শাহরুখ,
একসঙ্গে। খান পরিবারে ঈদ যেমন পালিত হয়, একই ভাবে পালিত হয় হোলি থেকে দীপাবলি— সমস্ত
উৎসব। শাহরুখ কোনও দিনই নিজের ধর্মের দায় চাপিয়ে দেননি স্ত্রী গৌরীর উপর।
তবে সম্প্রতি সোশাল মিডিয়ায় গৌরীর ধর্ম নিয়ে বেশ চর্চা হচ্ছে । সমাজমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে শাহরুখ, গৌরী ও তাদের বড় ছেলে আরিয়ানকে। প্রেক্ষাপটে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র স্থান মক্কার কাবা মসজিদ। বাবা ও ছেলের পরনে সাদা পোশাক, শাহরুখের মাথায় কোনও এক টুপি।
গৌরীর পরনে নীল জারদৌসি কাজের বোরখা, মাথায় ছাই রঙা হিজাব। ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয় গুঞ্জন। তবে কি গৌরীর ধর্মান্তরকরণ করলেন শাহরুখ, তা-ও বিয়ের ৩৩ বছর পর? অনেকেই এর পক্ষে, বিপক্ষে নানা মত দিতে শুরু করেন। কিন্তু ঘটনা হল, ছবিটি নকল। যে প্রোফাইল থেকে ছবিটি ভাগ করে নেওয়া হয়েছে, সেখানে শাহরুখ, গৌরী এবং আরিয়ানকে ইংরিজি নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়েছে। এর সঙ্গেই সেখানে লেখা রয়েছে, ছবিটি কৃত্রিম মেধা নির্মিত। অথচ, অনুরাগীরা সে দিকে খেয়াল রাখেন না।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : বলিউড বাদশা গৌরী শাহরুখ
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh