বিয়ে করলেন ভারতীয়
গায়ক দর্শন রাওয়াল। লাখো নারী ভক্তের মন ভেঙে নতুন বছরের
শুরুতেই নতুন জীবন শুরু করলেন তিনি। দীর্ঘদিনের বন্ধু ধারাল
সুরেলিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন গায়ক। শনিবার
রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের খবর প্রকাশ করেন
তিনি।
ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করে ক্যাপশনে
দর্শন লিখেছেন, ‘চিরকালের সেরা বন্ধু।’ পোস্টের পর
ভক্তদের শুভেচ্ছা ও প্রশংসায় ভাসছেন এই গায়ক।
এক ভক্ত লিখেছেন, ‘মা গো!!!! আমি ছবিগুলো দেখে নিজেকে ধরে রাখতে পারছি না। আমরা কী জানতাম আমদের জন্য এমন কিছু অপেক্ষা করছে।’ অন্য একজন মন্তব্য করেছেন, 'ওহ মাই গড', নজর যেন না লাগে, অনেক অনেক অভিনন্দন রাভাল, আপনার সুখী ও সুস্থ দাম্পত্য জীবন কামনা করি।'
২০১৪ সালে রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস র
স্টার’-এ অংশগ্রহণের পর দর্শন রাওয়াল খ্যাতি অর্জন করেন। এরপর তিনি ‘প্রেম রতন ধন
পায়ো’,
‘সনম তেরি কসম’, ‘তেরা সুরুর’, ‘লাভযাত্রী’র মতো বেশ কয়েকটি সিনেমার জন্য গান গেয়েছেন। জনপ্রিয় গানের
মধ্যে আরও রয়েছে ‘মিত্রন’, ‘এক লাড়কি কো দেখা তো আইসা লাগা’, ‘লাভ আজকাল’,
‘লুডো’, ‘রকি অর রানি কি প্রেমকাহানি’,
‘চান্দু চ্যাম্পিয়ন’, ‘ইশক ভিশক রিবাউন্ড’ ও
অন্যান্য।
শুধু বলিউড নয়,
গুজরাটি ও তেলেগু সিনেমায়ও দর্শন রাওয়াল গাইছেন সমানতালে। গান
গাওয়ার পাশাপাশি গান লেখা ও সুর করায়ও সুনাম আছে তার। হিন্দি, গুজরাটি, পাঞ্জাবি, বাংলাসহ
বিভিন্ন ভাষায় গান করেন বলে কনসার্টেও রয়েছে দর্শনের দারুণ জনপ্রিয়তা।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : দর্শন রাওয়াল বিয়ে বিনোদন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh