প্রযোজকের ফাঁদে ‘দঙ্গল’ অভিনেত্রী

কাস্টিং কাউচের ফাঁদে পড়েন ‘দঙ্গল’ অভিনেত্রী ফাতিমা সানা শেখ। দক্ষিণী ছবির দুনিয়ায় কীভাবে তাকে এই ধরনের ‘ফাঁদে’ ফেলার চেষ্টা হয়েছে সেই নিয়েই বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেছে অভিনেত্রীকে।

ফতিমা দাবি করেছেন, একজন এজেন্টের সঙ্গে ফোনে কথা হওয়ার সময় তাকে এমন সব কথা শুনতে হয়েছিল যা ছিল রীতিমতো অস্বস্তিদায়ক।

ফাতিমা বলে, ‘উনি আমাকে বলেছিলেন, আপনি সবকিছু করতে রাজি তো? শুনে আমি বলেছিলাম, অবশ্যই। চরিত্র ফুটিয়ে তুলতে কঠোর পরিশ্রম করব। কিন্তু উনি সেদিকে না গিয়ে কেবল ইঙ্গিতপূর্ণ কথাই বলে চললেন। একটা সময় পর আমি নির্বাক হয়ে গিয়ে কেবল লক্ষ করছিলাম মানুষ কতটা নিচে নামতে পারে!

সেই সঙ্গেই হায়দরাবাদে এক প্রযোজকের সঙ্গে কথোপথনের অভিজ্ঞতাও শেয়ার করেছেন ফাতিমা। তার কথায়, সে প্রযোজক আমাকে বলছিলেন, তুমি তো জানোই তোমাকে লোকের সঙ্গে মেলামেশা করতে হবে। তখনও বলিউডে পা রাখেননি অভিনেত্রী। ভেবেছিলেন দক্ষিণী এই ছবির মাধ্যমেই ছবির জগতে প্রবেশ করবেন। কিন্তু প্রযোজকের এমন আচরণে তার মন ভেঙে যায়। ফতিমা বলেন, ‘ওরা সরাসরি বলতেন না। কিন্তু ঘুরিয়ে নানা প্রস্তাব দেওয়া হত। মেলামেশা করতে হবে, এটা-ওটা করতে হবে এই সব।

 

 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh