মালা বিক্রেতা মোনালিসা এবার সিনেমায়!

সম্প্রতি কুম্ভ মেলায় রুদ্রাক্ষ আর পুঁথির মালা বিক্রি করে রাতারাতি ভাইরাল হয়েছিলেন মধ্যপ্রদেশের ইন্দোরের ১৬ বছরের মেয়ে মোনালিসা ভোঁসলে। তার ঘন নীল চোখের জাদুতে মুগ্ধ হয়েছিল নেটদুনিয়া। এবার সেই মোনালিসাই পা রাখতে চলেছেন সিনেমায়!

পরিচালক সনোজ মিশ্রের আসন্ন ছবি দ্য ডায়েরি অফ মণিপুর-এর হাত ধরে অভিনয়ে হাতেখড়ি হতে চলেছে মোনালিসার। এর আগে সনোজ মিশ্র দ্য ডায়েরি অফ পশ্চিমবঙ্গ ছবিটি পরিচালনা করেছিলেন।

পরিচালক মিশ্র নিজেই মহেশ্বরে মোনালিসার বাড়িতে গিয়ে তাকে অভিনয়ের প্রস্তাব দেন। সেই অভিজ্ঞতার কথা তিনি ইনস্টাগ্রামে জানিয়েছেন।

ছোটবেলা থেকেই নর্মদা নদীর তীরে কিলা ঘাটে ফুলের মালা বিক্রি করে আসছেন মোনালিসা। সম্প্রতি মহা কুম্ভ মেলায় এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তার রুদ্রাক্ষের মালা বিক্রির ভিডিও পোস্ট করলে তা ভাইরাল হয়ে যায়। তার আকর্ষণীয় চেহারা এবং গভীর নীল চোখ লক্ষ লক্ষ মানুষের মন জয় করে নেয়।

ভাইরাল হওয়ার পর থেকেই মোনালিসাকে মালা কেনার বদলে সেলফি তোলার অনুরোধ বেশি আসতে শুরু করে। পরিস্থিতি এমন হয় যে তাকে কুম্ভ মেলা ছেড়ে বাড়িতে ফিরে যেতে হয়।

পরিচালক সনোজ মিশ্র জানান, তিনি ধনী পরিবারের বখে যাওয়া মহিলার পরিবর্তে সাধারণ কোনও মেয়েকে সুযোগ দিতে চেয়েছিলেন। সেই কারণেই মোনালিসাকে বেছে নিয়েছেন।

ফেব্রুয়ারিতেইদ্য ডায়েরি অফ মণিপুর ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh