সম্প্রতি ভারতীয় সংগীতশিল্পী উদিত
নারায়ণের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়,
একটি মঞ্চ অনুষ্ঠানে গান গাওয়ার সময় তিনি বেশ কয়েকজন মহিলা
ভক্তকে চুমু খাচ্ছেন। এমনকি, একজনকে ঠোঁটে ঠোঁট রেখে চুমু
খেতেও দেখা যায়।
এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই উদিত
নারায়ণের সমালোচনা করেছেন। তবে, তিনি এক সাক্ষাৎকারে
জানিয়েছেন যে ভক্তদের ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবেই তিনি এমনটা করেছেন।
তিনি বলেন, ‘ভক্তরা
এত পাগল হয় যে কী বলি! আমরা এমন মানুষ নই। আমরা খুবই ভদ্র। কেউ কেউ আমাদের এটা
করতে উৎসাহ দেন, এভাবেই আমাদের প্রতি তাদের ভালোবাসা জানান।
এগুলোতে ইন্ধন জুগিয়ে কী হবে? ভিড়ে কত মানুষ থাকেন। আমাদের
দেহরক্ষীরা থাকেন। কিন্তু ভক্তরা ভাবেন একবার দেখা করার সুযোগ পেয়েছি যখন হাত
বাড়িয়ে হ্যান্ডশেক করি, হাতে চুমু খাই। এগুলো সবই ওদের
পাগলামি। এতে এত নজর দেওয়ার মতো কিছু হয়নি।’
তবে, উদিত
নারায়ণের এই সাফাই অনেকেই মেনে নিতে পারেননি। সামাজিক মাধ্যমে অনেকেই তার
সমালোচনা করেছেন এবং এটিকে অশোভন আচরণ হিসাবে চিহ্নিত করেছেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : উদিত নারায়ণ মহিলা ভক্তকে চুমু বলিউড
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh