বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৩ পিএম
আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩০ পিএম
বলিউড অভিনেতা সোনু সুদের বিরুদ্ধে ১০ লাখ
রুপি আর্থিক জালিয়াতির অভিযোগে ভারতের লুধিয়ানা আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি
করেছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) লুধিয়ানা
আদালত এই আদেশ জারি করেন। আদালতের আদেশে বলা হয়েছে, সোনু
সুদকে যথাযথভাবে সমন পাঠানো হয়েছিল। কিন্তু তিনি আদালতে হাজির হননি এবং তলব
এড়ানোর চেষ্টা করেছেন। তাই তাকে গ্রেপ্তারি করে আদালতে পেশ করার নির্দেশ দেওয়া
হলো। এই গ্রেপ্তারি পরোয়ানা ১০ ফেব্রুয়ারির মধ্যে কার্যকর করে আদালতে রিপোর্ট
জমা দিতে হবে। যদি তা সম্ভব না হয়, তবে কেন তা কার্যকর করা
যায়নি, তার কারণ জানাতে হবে।
সোনু সুদ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, 'সোশ্যাল মিডিয়ায় যে খবর ছড়াচ্ছে তা অত্যন্ত চাঞ্চল্যকর। মামলাটি আসলে তৃতীয় পক্ষের। আদালত আমাকে তৃতীয় পক্ষের এই মামলায় সাক্ষী হিসাবে তলব করেছিল। যার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আমার আইনজীবীরা ১০ ফেব্রুয়ারি একটি বিবৃতি দেবেন যা এই মামলায় জড়িত না থাকার বিষয়টি স্পষ্ট করবে।'
সোনু সুদ আরও বলেন,
তারা এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর নন বা কোনওভাবেই যুক্ত নন। এটা শুধু
মিডিয়ার অহেতুক দৃষ্টি আকর্ষণের জন্য। এটা খুবই দুঃখজনক যে সেলিব্রিটিরা ক্রমাগত
সফট টার্গেটে পরিণত হন। তারা এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেবেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh