বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪১ পিএম
আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৪ পিএম
অভিনেত্রী সোনম কাপুরের জীবনে তার ছেলে
বায়ুর আগমনের পর এক নতুন অর্থ এসেছে। মাতৃত্ব তার জীবনে এনেছে এক আমূল পরিবর্তন।
এখন তার প্রধান অগ্রাধিকার তার সন্তান।
পেশাগত জীবনেও তিনি বেশ পরিবর্তন এনেছেন।
এখন তিনি সেই সব কাজকেই প্রাধান্য দিচ্ছেন যা তাকে একজন মানুষ হিসেবে আরও উন্নত
করে। শুধু তাই নয়, তিনি সেইসব মানুষদের সাথেই
কাজ করতে আগ্রহী যাদের তিনি পছন্দ করেন। যাদের সাথে কাজ করতে তিনি আনন্দ পান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনম কাপুর প্রয়াত ফ্যাশন ডিজাইনার রোহিত বালকে শ্রদ্ধা জানানোর জন্য ব্লেন্ডার্স প্রাইড এক্স এফডিসিআই ফ্যাশন ট্যুর ২০২৫-এ র্যাম্পে হাঁটার অভিজ্ঞতা এবং মাতৃত্বের পরবর্তী জীবন নিয়ে কথা বলেছেন।
এই ফ্যাশন শোতে সোনম কাপুর রোহিত বালকে
শ্রদ্ধা জানানোর জন্য শোস্টপার হিসেবে রানওয়েতে হেঁটেছেন। সাদা গাউন এবং আইভরি
জ্যাকেটে তাকে খুবই সুন্দর দেখাচ্ছিল। রোহিত বালের সাথে তার দীর্ঘদিনের সম্পর্কের
কথা বলতে গিয়ে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন।
সোনম বলেন, 'আমি এমন লোকদের সাথে কাজ করতে ভালোবাসি, যাদের আমি পছন্দ করি। যদি আমি কাউকে পছন্দ না করি, তাহলে তার সাথে কাজ করা আমার জন্য খুব কঠিন।'
তিনি অকপটে স্বীকার করেছেন যে মা হওয়ার
অভিজ্ঞতা তার জীবনে এক বিশাল পরিবর্তন এনেছে।
সোনম বলেন, 'মাতৃত্ব আপনাকে সম্পূর্ণ বদলে দেয়। আবেগ, শরীর আর মন - সব দিক থেকেই পরিবর্তন আসে। মনে হয় যেন আপনি আগের মানুষটি আর নেই। বরং আরও ভালো মানুষ হয়ে ওঠেন। সবকিছু যেন আরও সুন্দর হয়ে যায়। যখন আপনার সন্তান হয়, তখন সে-ই আপনার প্রথম প্রায়োরিটি হয়ে যায়।'
সোনম কাপুর তার ফ্যাশন নিয়ে সবসময়ই সাহসী
এবং আত্মবিশ্বাসী। তিনি মনে করেন পোশাকের মাধ্যমে নিজেকে প্রকাশ করাটা খুব জরুরি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : সোনম কাপুর রোহিত বাল ফ্যাশন ব্লাইন্ড মাতৃত্ব
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh