
নারীসত্তার অন্বেষণে বইয়ের প্রচ্ছদ। ছবি: সংগৃহীত
রেজওয়ানা করিম স্নিগ্ধা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করছেন। তার গবেষণার বিষয় ঢাকা শহরের ‘হিজড়া’ সম্প্রদায়। লিঙ্গ বৈচিত্র্য, শরীর এবং যৌনতা, পুরুষ এবং পুরুষত্বসহ সামাজিক নৃবিজ্ঞানের অপরাপর বিষয় নিয়ে দেশে-বিদেশে বিভিন্ন গবেষণা পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে।
‘নারী সত্তার অন্বেষণে’ তার প্রথম প্রকাশিত গ্রন্থ। বইয়ের বাজারে উপন্যাস বা কবিতার বইয়ের ঘাটতি থাকে, রস্বাদনও করতে পারেন পাঠক; কিন্তু গবেষণার বই থেকে পান চিন্তা বা নতুন ভাবনার খোরাক। আমাদের চিন্তা সমাজ এবং চারপাশের বৈষম্য নিয়ে, এই বইটিও সেরকম চিন্তা বিষয়ক একটি বই। স্নিগ্ধা রেজওয়ানার ‘নারী সত্তার অন্বেষণে’ বইটি ছাপা হয়েছে ঐতিহ্য প্রকাশনী থেকে এবং প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ, মূল্য ৩৭০ টাকা।
বইটি একটি গবেষণামূলক গ্রন্থ। সাধারণত নারীর বৈষম্য, নিপীড়ন, অধীনস্ততার কথা বলে সকলে; কিন্তু এই বৈষম্যের মধ্যেও নারীরা কীভাবে ঘুরে দাঁড়াতে পারে, তা উঠে এসেছে বইটিতে। আরেকটি নতুন দিক হলো নারীকে তার নিজের অভিজ্ঞতা ও ভাষার মাধ্যমে জানা, অন্যের কল্পনায় নয়।
বইটিতে বিভিন্ন নারীর বিভিন্ন গল্প রয়েছে। শৈশব থেকে বৈষম্যের শিকার নারীর গল্প, কীভাবে একজন নববিবাহিত নারী নিজেকে নতুন সম্পর্ককে খুঁজে পান এবং কীভাবে একজন তালাকপ্রাপ্ত নারী তার জীবন পুনর্গঠন করেন ইত্যাদি।
লেখক-গবেষক এবং অধ্যাপক ডক্টর স্নিগ্ধার ‘নারী সত্তার অন্বেষণে’ গ্রন্থখানি পাঠকের নিকট সমাদৃত হবে সচেতন পাঠকের নিকট প্রত্যাশা রইল।