Logo
×

Follow Us

বাজেট ২০২০-২১

সোমবার মুলতবি বৈঠক, মঙ্গলবার বাজেট পাস

Icon

প্রকাশ: ২৮ জুন ২০২০, ২১:৩০

সোমবার মুলতবি বৈঠক, মঙ্গলবার বাজেট পাস

পাঁচ দিন মুলতবির পর সোমবার (২৯ জুন) সকাল ১১টায় পুনরায় বসছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন। সোমবার অর্থবিল পাসের পর মঙ্গলবার (৩০ জুন) নির্দিষ্টকরণ বিল পাসের মধ্য দিয়ে ২০২০-২১ অর্থ বছরের বাজেট পাস হবে। এটি কার্যকর হবে ১ জুলাই। 

এর আগে গত ২৩ জুন সংসদের বৈঠকে সোমবার বেলা ১১টা পর্যন্ত অধিবেশন মুলতবি করা হয়। সোমবার জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনার শেষ দিন। সকাল ১১টায় সংসদের বৈঠক শুরু হবে।

শেষদিনে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেট আলোচনায় অংশ নেয়ার পর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সমাপনী বক্তব্য দিবেন। এরপর আগামী অর্থবছরের জন্য আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত নতুন আইনসহ কতিপয় বিদ্যমান আইন আরো যুগোপযোগি করে অর্থ বিল,২০২০ পাস করা হবে।

গত ১১ জুন অর্থমন্ত্রী জাতীয় সংসদে ২০২০-২১ অর্থ বছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন।

করোনা পরিস্থিতির কারণে দেশের ইতিহাসে সংক্ষিপ্ততম বাজেট অধিবেশনে সর্বমোট ৫/৬ ঘণ্টা আলোচনা চলতে পারে। এদিকে করোনা পরিস্থিতির কারণে সংসদের অধিবেশন পরিকল্পনার তুলনায় সংক্ষিপ্ত হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫