Logo
×

Follow Us

বাজেট

প্রবাসীদের জন্য নগদ ২ শতাংশ প্রণোদনা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২১, ২২:৪০

প্রবাসীদের জন্য নগদ ২ শতাংশ প্রণোদনা

প্রবাসী কর্মীদের আয় বাড়াতে বাজেটে রেমিটেন্স খাতে ২ শতাংশ হারে নগদ প্রণোদনা অব্যাহতই থাকছে।

প্রবাসী কর্মীদের আয় বাড়াতে বাজেটে রেমিটেন্স খাতে ২ শতাংশ হারে নগদ প্রণোদনা অব্যাহতই থাকছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে আগামী ২০২১-২২ বছরের বাজেট পেশ করেন।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ঘোষিত প্রবাস আয়ের উপর ২ শতাংশ হারে নগদ প্রণোদনা অব্যাহত রাখা এবং অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজীকরণ করার ফলে প্রবাস আয়ের ক্ষেত্রে এ ঈর্ষণীয় প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে। কোভিড মহামারিকালে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দাজনিত কারণে রফতানি বাণিজ্যের প্রবৃদ্ধি নিয়ে আমরা যখন অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছি, তখন প্রবাস আয়ের এ অভাবনীয় সাফল্য আমাদের স্বস্তির মধ্যে রেখেছে।

তিনি আরো বলেন, সামগ্রিক বাস্তবতায় এবং বৈধ প্রবাস আয় পাঠানো বা রেমিট্যান্সে উৎসাহিত করতে আগামী অর্থবছরেও এখানে ২ শতাংশ হারে নগদ প্রণোদনা অব্যাহত রাখার প্রস্তাব করছি। পাশাপাশি ব্যাংকিং চ্যানেলে প্রবাস আয় প্রবাহ বাড়াতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে বিশেষ ‘প্যাকেজ কর্মসূচি’ চালুর উদ্যোগ নেয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫