Logo
×

Follow Us

অর্থনীতি

রোজায় পণ্য আমদানিতে এলসির সহায়তা দেবে যে চার ব্যাংক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩, ২০:২৬

রোজায় পণ্য আমদানিতে এলসির সহায়তা দেবে যে চার ব্যাংক

সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের লোগো। ছবি: সংগৃহীত

আসন্ন রমজানে পণ্য আমদানিতে ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী এলসি (ঋণপত্র) সরবরাহ করবে রাষ্ট্রায়ত্ত চার বাণিজ্যিক ব্যাংক। 

গতকাল মঙ্গলবার (১০ জানুয়ারি) ওই চার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে এলসি সরবারহের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

গতকাল বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে আলোচনায় ব্যাংকগুলোর নিয়মিত এজেন্ডার বাইরে আসন্ন রোজায় পণ্য আমদানিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক জানান, চার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা বৈঠকে পণ্য আমদানিতে ডলার সহায়তা চেয়েছেন। এর বিপরীতে কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন গভর্নর।

সূত্র: বাসস


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫