Logo
×

Follow Us

অর্থনীতি

‘পোশাকখাতে বিদেশি জনশক্তির দরকার পড়বে না’

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৩, ২০:২৮

‘পোশাকখাতে বিদেশি জনশক্তির দরকার পড়বে না’

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি: সংগৃহীত

তৈরি পোশাক শিল্পে ‘মিড লেভেলে’ কাজ করার জন্য প্রয়োজনীয় দক্ষ ম্যানেজার তৈরি হয়েছে বলে মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বর্তমানে দেশেই পর্যাপ্ত দক্ষ জনশক্তি তৈরি হয়েছে। আর বিদেশি জনশক্তির ওপর আমাদের নির্ভর করতে হবে না।

আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) তুরাগে আরএমজি খাতে দক্ষ ম্যানেজার তৈরির উদ্দেশ্যে পরিচালিত ‘বিইউএফটি-ইপিবি পিজিডি প্রোগ্রাম ফর মিড লেভেল ম্যানেজমেন্ট’ বিষয়ে ওরিয়েন্টেশন অ্যান্ড সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

বাণিজ্যমন্ত্রী বলেন, দক্ষ জনশক্তি তৈরির জন্য বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) কাজ করছে। দক্ষ জনশক্তিই একটি শিল্পপ্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি। তৈরি পোশাকখাতে বিদেশি জনশক্তির ওপর নির্ভরশীলতা কমানোই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এজন্য বাণিজ্য মন্ত্রণালয় দক্ষ জনশক্তি তৈরির এ বিশেষ উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, আমাদের তৈরি জনশক্তি দেশের চাহিদা পূরণ করবে। এসব দক্ষ জনশক্তিকে আমাদের শিল্পপ্রতিষ্ঠানে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫