শাহজালাল ইসলামী ব্যাংকের “বার্ষিক ব্যবসায়িক সম্মেলন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৩, ১৯:০৯

শাহজালাল ইসলামী ব্যাংকের “বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে বক্তারা
শাহজালাল ইসলামী ব্যাংকের “বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৩” অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) কক্সবাজারের হোটেল সি প্যালেসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান আব্দুল করিম নাজিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সম্মেলনে ব্যাংকের পরিচালক মো. সানাউল্লাহ সাহিদ, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ ও স্বতন্ত্র পরিচালক কে. এ. এম. মাজেদুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, এসএম. মঈনুদ্দীন চৌধুরী, মিঞা কামরুল হাসান চৌধুরী ও এম. আখতার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান সিরাজ, ইমতিয়াজ ইউ. আহমেদ, নাসিম সেকান্দার ও মো. নাজিমউদ্দৌলা সম্মেলনে অংশগ্রহণ করেন এবং বক্তব্য রাখেন। এছাড়া সম্মেলনে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান এবং ১৪০টি শাখার ব্যবস্থাপকরা সম্মেলনে অংশগ্রহণ করেন। ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মো. সামছুদ্দোহা শিমু অনুষ্ঠানে মোডারেটরের দায়িত্ব পালন করেন।
সম্মেলনে আলোচকরা বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাছাড়া আলোচকরা বিগত বছরের ব্যবসায়িক সফলতা এবং চলতি বছরে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কলাকৌশল নিরূপন এবং এ বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। সম্মেলনে বিগত বছরে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনকারী বিভিন্ন শাখার ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের নির্বাহীকে তাদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।-বিজ্ঞপ্তি