কক্সবাজারে এমটিবির স্কুল ব্যাংকিং কনফারেন্স আয়োজন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১ মার্চ ২০২০, ১৭:৫৭
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি লিড ব্যাংক হিসেবে কক্সবাজারে বিভিন্ন ব্যাংকের সম্মিলিত আয়োজনে “স্কুল ব্যাংকিং কন্ফারেন্স ২০২০” আয়োজন করে।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস. এম. মনিরুজ্জামান।
এছাড়াও এমটিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার সৈয়দ রফিকুল হক, হেড অব বিজনেস রিটেইল ব্যাংকিং ডিভিশনের তৌফিকুল আলম চৌধুরী, গ্রুপ চিফ কমিউনিকেশন্স অফিসার আজম খান, ভাইস প্রেসিডেন্ট নাফিসা চৌধুরী এবং শাখা ব্যবস্থাপক মোহাম্মদ বশিরুস্সামাদ উপস্থিত ছিলেন। এছাড়াও কক্সবাজার ব্রাঞ্চসহ এমটিবি এবং গাজীপুরের বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের ব্যাংকিং সম্পর্কে সাধারণ ধারনা ছাড়াও সঞ্চয় করার প্রয়োজনীয়তা সম্পর্কে উপদেশমূলক বক্তব্য প্রদান করা হয়।