Logo
×

Follow Us

অর্থনীতি

লেনদেনের খরা পুঁজিবাজারে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১৪

লেনদেনের খরা পুঁজিবাজারে

ডিএসই এবং সিএস‘র লোগো। ছবি: সংগৃহীত

টানা দরপতনে পড়েছে দেশের পুঁজিবাজার। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেনে অংশ নেওয়া কোম্পানির মধ্যে যতগুলোর শেয়ারদর বেড়েছে কমেছে তার ১০ গুণের বেশি প্রতিষ্ঠানের দর। সেই সঙ্গে লেনদেন আটকে গেছে ২০০ কোটির ঘরে। পতন ঘটেছে মূল্যসূচকেরও। 

গতকাল সোমবার (২০ ফেব্রুয়ারি)  দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মাত্র ১৪টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৪২টির। আর ১৪১টির দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ক্রয়ে বিনিয়োগকারীদের কোনো আগ্রহ দেখা যায়নি। এদিকে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট কমে ৬ হাজার ২১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় দশমিক ২৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২১ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রধান মূল্যসূচক কমলেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৩২৬ কোটি ৭২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২৮৫ কোটি ১৫ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৪১ কোটি ৫৭ লাখ টাকা।

ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিসের শেয়ার। কোম্পানিটির ৩৮ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছ। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের ২৮ কোটি ৭ লাখ টাকার লেনদেন হয়েছে। 

২৩ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- শাইনপুকুর সিরামিকস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, জেমিনি সি ফুড, আমরা নেটওয়ার্ক, ওরিয়ন ফার্মা, মুন্নু এগ্রো ও বসুন্ধরা পেপার।

অপর বাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২ কোটি ৮৩ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১০২টি প্রতিষ্ঠানের মধ্যে ১০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৫২টির এবং ৪০টির দাম অপরিবর্তিত রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫