-64087a41366d7.jpg)
রাজধানীর তেজগাঁও এলাকায় টিসিবির গুদামে অগ্নিকাণ্ড। ছবি: সংগৃহীত
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) একটি গুদামে আগুন লেগে রমজানের জন্য রাখা টনকে টন মালামাল পুড়ে গেছে। যার মধ্যে রয়েছে ২০ টন সয়াবিন তেল ও ১০ টন ছোলা।
গতকাল মঙ্গলবার (৭ মার্চ) রাতে রাজধানীর তেজগাঁও এলাকায় টিসিবির গুদামটিতে আগুন লাগে। তবে আগুন লাগার কারণ এখনো জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে টিসিবি। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আরিফুল হাসান বলেন, আগুনে ২০ টন সয়াবিন তেল ও ১০-১২ টন ছোলা পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ক্ষয়ক্ষতির চিত্র জানা যাবে বলে জানান তিনি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, গেতকাল মঙ্গলবার রাত ১১টা ৫৪ মিনিটে টিসিবি গুদামে আগুনের খবর আসে তাদের কাছে। ফায়ার সার্ভিসের মোট তিনটি ইউনিটের চেষ্টায় রাত ১২টা ২৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।