Logo
×

Follow Us

অর্থনীতি

দেড় বছরে গমের দাম সর্বনিম্ন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ০৯:২০

দেড় বছরে গমের দাম সর্বনিম্ন

উঠানে শুকানোর পর গম সংরক্ষণ করছেন এক গৃহস্থ নারী। ছবি: সংগৃহীত

অবশেষে আন্তর্জাতিক বাজারে গমের দাম আরও নিম্নমুখী হয়েছে। খাদ্যপণ্যটির সরবরাহ মূল্য গতকাল বুধবার (৮ মার্চ) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) আরেক দফা কমেছে। গত দেড় বছরের মধ্যে এটি সর্বনিম্ন। 

বার্তাসংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

কৃষ্ণসাগর বন্দর দিয়ে রাশিয়া-ইউক্রেন খাদ্যশস্য রপ্তানি চুক্তি পুনঃনবায়নের সম্ভাবনা জেগেছে। এতে বিশ্ববাজারে সরবরাহ সংকট কাটতে পারে বলে আশা করা হচ্ছে। ফলে গমের দর হ্রাস পেয়েছে।  

সিঙ্গাপুর-ভিত্তিক এক ব্যবসায়ী বলেন, কৃষ্ণসাগর দিয়ে খাদ্যশস্য চুক্তির মেয়াদ বাড়তে যাচ্ছে। ইতোমধ্যে রাশিয়া ও ইউক্রেন থেকে গমের সরবরাহ বেড়েছে। এতে খাদ্যপণ্যটির দরপতন ঘটেছে।

সিবিওটিতে সবচেয়ে সক্রিয় গমের চুক্তি মূল্য কমেছে শূন্য দশমিক চার শতাংশ। প্রতি বুশেলের দাম স্থির হয়েছে ছয় ডলার ৯৫ সেন্টে। ২০২১ সালের সেপ্টেম্বরের পর যা সবচেয়ে কম।

চলতি মাসের মাঝামাঝিতে রাশিয়া-ইউক্রেন খাদ্যশস্য চুক্তির মেয়াদ শেষ হবে। এরপরই চুক্তিটি পুনর্নবায়ন হবে। এরই মধ্যে গমের রপ্তানি প্রতিযোগিতা বেড়েছে। তাতে চাপে পড়েছে বাজার।

এবার রাশিয়া-ইউক্রেনে গমের ভালো উৎপাদন হয়েছে। যুক্তরাষ্ট্রেও বাম্পার ফলন হয়েছে। ফলে দাম কমছেই।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫