
ব্রয়লার মুরগি ও ডিম। ছবি: সংগৃহীত
অবশেষে কমতে শুরু করেছে ব্রয়লার মুরগির দাম। গত তিনদিনে বাজারভেদে কেজিতে ৫০-৬০ টাকা পর্যন্ত কমেছে। অন্যদিকে খুচরা বাজারে সোনালী মুরগি কেজিতে কমেছে ২০-৩০ টাকা।
অন্যদিকে ডিমের দামে আবারও অস্থিরতো দেখা দিয়েছে। যে কারণে রাজধানীর ভিন্ন ভিন্ন বাজারে ডিমের ভিন্ন ভিন্ন দাম লক্ষ করা যায়। বাজারভেদে ডজনপ্রতি ফার্মের মুরগির বাদামি ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকা পর্যন্ত।
ব্রয়লার মুরগির খুচরা বিক্রেতারা বলছেন, দেশের শীর্ষ চারটি বড় পোলট্রি কোম্পানি খামার থেকে মুরগির দাম কমানোর পর খুচরা বাজারে প্রভাব পড়তে শুরু করেছে।
কাজী ফার্মস লিমিটেড, সিপি বাংলাদেশ, আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড এবং প্যারাগন পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড নামের এ চারটি কম্পানি এখন প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি করছে ১৯২ টাকায়।
আজ রবিবার (২৬ মার্চ) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে বড় বাজারগুলোর তুলনায় ছোট বাজারগুলোতে মুরগির দাম তুলনামূলক অনেক কমেছে।
কারওয়ান বাজারে ব্যবসায়ীদের সঙ্গে কথা জানা গেছে, খুচরা পর্যায়ে প্রতি কেজি ব্রয়লার ২২০ টাকায় এবং সোনালী মুরগি কেজি ৩৫০-৩৬০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে, মোহাম্পদপুর টাউন হল কাঁচাবাজারে ব্রয়লার মুরগি কেজি বিক্রি হচ্ছে ২৩০ টাকা এবং সোনালী মুরগি কেজি ৩৬০-৩৭০ টাকায়। ফার্মের ডিম ডজন বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকায়।
রোজা শুরুর দেড়-দুই মাস আগে থেকেই অস্থির হয়ে উঠছিল মুরগির বাজার। যা রোজার দুই দিন আগে রেকর্ড দাম বেড়ে বিক্রি হয় ব্রয়লার মুরগি কেজি ২৭০ টাকা এবং সোনালী মুরগি কেজি ৩৮০ টাকায়।
সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশও (টিসিবি) তাদের বাজারদরের প্রতিবেদনে ব্রয়লার মুরগির দাম কমার তথ্য জানিয়েছে। সংস্থাটি বলেছে, খুচরা বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ২২০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে রাজধানীর মগবাজার ও কারওয়ান বাজার ঘুরে এবং মালিবাগ, আগারগাঁও, তালতলা ও মিরপুর শাহ আলী বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাজারে মুরগির ডিমের দাম কিছুটা বাড়তির দিকে।
গত সপ্তাহেও ফার্মের মুরগির বাদামি ডিম বিক্রি হয়েছে ডজনপ্রতি ১২৫ থেকে ১৩৫ টাকার মধ্যে। তিন দিনের ব্যবধানে সেই দাম এখন ১৩০ থেকে ১৪০ টাকা।